পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে শনিবার বন্ধ্ ডেকেছে মাওবাদীরা
পশ্চিমবঙ্গের মাওবাদীরা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় আগামী শনিবার ২৪ ঘণ্টার বন্ধ্ ডেকেছে। গতকাল বুধবার মাওবাদী নেতা আকাশ পাঁচ পৃষ্ঠার এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে এই বন্ধ্ পালনের জন্য ওই তিন জেলার জঙ্গলমহলের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। তিনি একই সঙ্গে যৌথ বাহিনী প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং মমতা ও মুকুল রায়ের তৈরি ‘ভৈরব বাহিনী’র নির্যাতন বন্ধেরও দাবি জানান।
গত ১৫ অক্টোবর শনিবার পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের ঝাড়গ্রামে আয়োজিত এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের প্রতি হুমকি দিয়ে বলেছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি মাওবাদীরা অস্ত্র ফেলে আলোচনার টেবিলে না বসে, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে রাজ্য সরকার। এই ঘোষণার তিন দিন পর মঙ্গলবার জঙ্গলমহলে যৌথ বাহিনী ফের মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়।
মমতার মাওবাদীদের অস্ত্র সমর্পণের জন্য বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে শনিবার। ওই দিনই মাওবাদীরা বন্ধ্ ডেকেছে।
গত ১৫ অক্টোবর শনিবার পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের ঝাড়গ্রামে আয়োজিত এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের প্রতি হুমকি দিয়ে বলেছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি মাওবাদীরা অস্ত্র ফেলে আলোচনার টেবিলে না বসে, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে রাজ্য সরকার। এই ঘোষণার তিন দিন পর মঙ্গলবার জঙ্গলমহলে যৌথ বাহিনী ফের মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়।
মমতার মাওবাদীদের অস্ত্র সমর্পণের জন্য বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে শনিবার। ওই দিনই মাওবাদীরা বন্ধ্ ডেকেছে।
No comments