বিএনপির রোডমার্চে সরকারি গাড়ি
উত্তরাঞ্চলে বিএনপির রোডমার্চ গতকাল বুধবার রাজশাহীর মোহনপুর উপজেলা অতিক্রম করার সময় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর অনুসারীরা ওই রোডমার্চে অংশ নেন পৌরসভার সরকারি গাড়িতে চেপে। উপজেলা জাসাস সভাপতি মো. রবিউল হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা পৌরসভার একটি পিকআপ নিয়ে গতকাল দিনভর মহড়া দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়িবহর গতকাল বিকেল পৌনে ৪টার দিকে মোহনপুর অংশে পেঁৗছায়। এর আগে সকাল ১০টার পর থেকেই উপজেলার কামারপাড়া থেকে দ্বিবিড়পুর পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা পৌরসভার ৩০ নম্বর পিকআপ নিয়ে কয়েকবার মহড়া দেন। বিকেলে খালেদা জিয়ার গাড়িবহর কামারপাড়া থেকে দ্বিবিড়পুর অতিক্রম করার সময় পর্যন্ত তাঁরা রোডমার্চের সঙ্গে ছিলেন। স্থানীয় নেতাদের নেতৃত্বে ছিলেন উপজেলা জাসাস সভাপতি মো. রবিউল হোসেন। ওই পিকআপের সামনের সিটে তাঁকে বসে থাকতে দেখা গেছে।
সরকারি গাড়ি নিয়ে কিভাবে রোডমার্চে অংশ নিলেন জানতে চাইলে মো. রবিউল হোসেন কালের কণ্ঠের কাছে দাবি করেন, তিনি পৌরসভা থেকে ওই গাড়ি ভাড়া নিয়েছিলেন। সরকারি গাড়ি ভাড়ার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি মেয়রের সঙ্গে কথা বলতে বলেন। কেশরহাট পৌরসভার মেয়র ও পৌর বিএনপি শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। দম্ভের সঙ্গে তিনি বলেন, 'পৌরসভার গাড়ি আমি ভাড়া দিই। কালও দিব। আপনি যা করতে পারেন করেন।'
সরকারি গাড়ি দলীয় শোডাউনে ব্যবহার করা যায় কি না জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আরজু আরা বেগম বলেন, 'সরকারি গাড়ি কেউ দলীয় কাজে ব্যবহার করতে পারে না।'
সরকারি গাড়ি নিয়ে কিভাবে রোডমার্চে অংশ নিলেন জানতে চাইলে মো. রবিউল হোসেন কালের কণ্ঠের কাছে দাবি করেন, তিনি পৌরসভা থেকে ওই গাড়ি ভাড়া নিয়েছিলেন। সরকারি গাড়ি ভাড়ার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি মেয়রের সঙ্গে কথা বলতে বলেন। কেশরহাট পৌরসভার মেয়র ও পৌর বিএনপি শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। দম্ভের সঙ্গে তিনি বলেন, 'পৌরসভার গাড়ি আমি ভাড়া দিই। কালও দিব। আপনি যা করতে পারেন করেন।'
সরকারি গাড়ি দলীয় শোডাউনে ব্যবহার করা যায় কি না জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আরজু আরা বেগম বলেন, 'সরকারি গাড়ি কেউ দলীয় কাজে ব্যবহার করতে পারে না।'
No comments