'বালুঝড়ে' নাকাল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ by মুহাম্মদ জয়নাল আবেদীন,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে গতকাল বুধবার অবরোধ পালন করা হয়েছে। মহাসড়কের বালু বাতাসে ওড়ার কারণে সৃষ্ট দুর্ভোগে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ীসহ নানা স্তরের মানুষ এক ঘণ্টা সড়ক অবরোধ করে। গতকাল সকাল ১১টায় শুরু হওয়া এ অবরোধের ফলে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ কর্তৃপক্ষ প্রতিকারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেয়।
বিক্ষুব্ধদের অভিযোগ, বেশ কয়েক দিন আগে মহাসড়কের মিরসরাই সদরে মেরামতের নামে মূল সড়কের কার্পেটিং তুলে নেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের কর্মীরা।


এরপর ইট-বালুর মিশ্রণে মেরামত শুরু করলেও শেষ পর্যন্ত বিটুমিনের প্রলেপ পড়েনি সড়কে। ফলে দ্রুতগামী যানবাহনের কারণে সৃষ্ট বাতাসের প্রবল ঝাপটায় ওই সড়কে সব সময় বালুঝড়ের মতো অবস্থা তৈরি হয়ে থাকে। এর ফলে দুর্ভোগে পড়ে ব্যবসায়ী ও পথচারীরা। এ ছাড়া মিরসরাই সদরে অবস্থিত মিরসরাই কলেজ, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা, মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়, এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিরসরাই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াতে চরম বিপাকে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, মিরসরাই সদরে অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে যানজটের দৈর্ঘ্য ৩০ কিলোমিটার ছাড়িয়ে যায়। এ সময় দূরপাল্লার যাত্রীরা গরমের মধ্যে দুর্ভোগের শিকার হয়। অবরোধ শুরুর এক ঘণ্টা পর মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ অবরোধস্থলে যান। তিনি বিক্ষোভকারীদের মুখে সমস্যার কথা শুনে প্রতিকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে সড়ক মেরামতের নামে নতুন নতুন দুর্ভোগ সৃষ্টি করছে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রেজা কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, 'প্রয়োজনীয় সরঞ্জাম এখনো এসে পেঁৗছায়নি বলে মেরামতের বাকি কাজ সম্পন্ন করা যাচ্ছে না।'
অন্যদিকে মিরসরাই পৌর সদরের মতো বারৈয়ারহাট পৌর সদরেও একই সমস্যা বিরাজ করছে বলে জানা গেছে। বারৈয়ারহাট পৌর সদরের একাধিক ব্যবসায়ীর অভিযোগ, মিরসরাই সদর থেকে কয়েকগুণ বেশি সমস্যা বারৈয়ারহাটে। 'বালুঝড়ের' বিষয়টি উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ী শফিকুর রহমান, মেজবাউল আলম বাবলু ও সিএনজি অটোরিকশার মালিক শাহাদাত হোসেন কালের কণ্ঠকে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের বালুর কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বালুর কারণে নিরাপদে ব্যবসা করা যাচ্ছে না। পথচারীদের সমস্যাও প্রকট।

No comments

Powered by Blogger.