শেখ জামালের সাফল্য উদযাপন

রিবর্তিত নামে দুর্বার প্রাচীন ধানমণ্ডি ক্লাব। অধুনা নাম শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, যা দুই বছরের মাথায় অভাবনীয় সাফল্য উদ্যাপন করেছে স্থানীয় এক হোটেলে। সভাপতি মনজুর কাদেরসহ ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা হাজির হয়ে তাঁদের ফুটবল ও ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।২০১০-১১ মৌসুমে ক্রীড়াঙ্গনে দলের সাফল্যে ক্লাব সভাপতি মনজুর কাদের ভীষণ উচ্ছ্বসিত, 'গত মৌসুমে ফুটবল-ক্রিকেটের চারটি ইভেন্টের তিনটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্স-আপ হওয়া একটি ক্লাবের জন্য অনেক গৌরবের ব্যাপার।' শিরোপা জিতেছে তারা পেশাদার ফুটবল লিগ, মহিলা ফুটবল লিগ ও প্রথম বিভাগ ক্রিকেটে আর মহিলা ক্রিকেটে হয়েছে রানার্স-আপ।


তবে ক্লাব-কর্মকর্তাদের মুখে মুখে ফিরেছে তাঁদের মহিলা ফুটবল দলের দোর্দণ্ড প্রতাপে লিগ জয়ের ঘটনা। আর সেই কর্মকর্তাদেরই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে অধিনায়ক আমিনুলের পুরুষ ফুটবল দল। কারণ এই জয়ে পাতানো খেলার লজ্জা আছে আর তাই 'ফুটবল স্পিরিটের' স্বার্থে জরিমানাও মাথা পেতে নিয়েছেন ক্লাব সভাপতি। ক্লাবের স্পোর্টস ইনচার্জ জেনারেল জিয়াউদ্দিন আহমেদের আহ্বান, 'সবারই কিছু দুর্বল দিক থাকে। ক্রীড়াঙ্গনে একটা নতুন দল এসেছে, তার খুঁতগুলোকে বড় করে না দেখে বরং অর্জনগুলোকে বড় করে দেখে তাদের স্বাগত জানানো উচিত।'
এক মৌসুমে ফুটবল-ক্রিকেটে শেখ জামালের এমন সাফল্য বিরল ঘটনা বটে। এ জন্য ক্লাব ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের আজীবন সদস্য কাজী সালাউদ্দিন, 'ম্যানেজমেন্ট ভালো না হলে ভালো দল গড়ে কখনো সফল হওয়া যাওয়া না। বিশ্বের বড় বড় ক্লাবগুলোর সাফল্যের পেছনে আছে টপ-ক্লাস ম্যানেজমেন্ট।' ক্লাবের মহিলা ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণের দাবি, 'এই ক্লাব এ দেশের ফুটবলে নতুন এক ডাইমেনশন নিয়ে এসেছে।'

No comments

Powered by Blogger.