স্ত্রীর কারণে নিউজিল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার
নিউজিল্যান্ডে ভারতীয় হাইকমিশনার সেদেশ ছাড়ছেন। তার স্ত্রী শর্মিলা একজন কর্মচারীকে মারধর করেছেন এ অভিযোগের পর তারা নিউজিল্যান্ড ছাড়ছেন। হাইকমিশনার রবি থাপারকে আনুষ্ঠানিকভাবে ডেকে পাঠানো হয়েছে। শনিবার সকালে তার ওয়েলিংটনের বাসভবনের সামনে মালামাল নেয়ার গাড়ি দেখা গেছে। সংবাদমাধ্যম এ কথা জানায়।
পুলিশ বলছে, যে স্টাফকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনি মে মাসের প্রথম দিকে ভারত ফিরে গেছেন। পুলিশ জানায়, ওই স্টাফ আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানাতে চায়নি। ধারণা করা হচ্ছে, ওই স্টাফ ছিলেন শেফ। এক রাতে ওয়েলিংটনের কূটনৈতিক পাড়া থেকে ২০ কিলোমিটার দূরে তাকে বিপর্যস্ত অবস্থায় হাঁটতে দেখে একজন পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরে ওই স্টাফকে ওয়েলিংটনের আশ্রয় কেন্দ্রে কয়েক রাত রাখা হয়। তখন সে অভিযোগ করে তার সঙ্গে চাকর-বাকরের মতো আচরণ করা হয় এবং শর্মিলা তাকে মারধর করেন।
No comments