ভারতে প্রকাশ্যে মূত্রত্যাগের দায়ে ১০৯ জনকে আটক
ভারতে
প্রথমবারের মতো প্রকাশ্যে মূত্রত্যাগের দায়ে ১০৯ জনকে ২৪ ঘন্টার জন্য
কারাগারে পাঠানো হয়েছে। আগ্রা বিভাগের রেলওয়ে পুলিশ রেলওয়ের বিভিন্ন
স¤পত্তির ওপর মূত্রত্যাগের অভিযোগে ১০৯ জনকে আটক করে। তবে পরবর্তীতে
১০০-৫০০ রুপি জরিমানা পরিশোধের পর তাদের ছেড়ে দেয়া হয়। এ খবর দিয়েছে টাইমস
অফ ইন্ডিয়া। রেল ষ্টেশনের প্রায় প্রতিটি কোণায় ও অন্যান্য স্থানে
মূত্রত্যাগের ভয়াবহ মাত্রা অবলোকনের পর রেলওয়ের পুলিশের জ্যেষ্ঠ
সুপারিনটেনডেন্ট গোপেশনাথ খান্না অভিযানের নির্দেশ দেন। ৪৮ ঘন্টা ধরে ১২টি
রেলওয়ে ষ্টেশনে এ অভিযান চলে। আটক হয় ১০৯ জন। এদের মধ্যে ২৭ জনকে
মুত্রত্যাগরত অবস্থায় আটক করা হয়। পুলিশ সুপার গোপেশনাথ খান্না বলেন, এ
অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেয়া ‘সোচ ভারত’ উদ্যোগের অংশ। পুলিশ
অ্যাক্টের ৩৪ ধারা মোতাবেক আটক ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ
পুলিশ কর্মকর্তা বলেন, এ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এ বার্তা
দেয়া যে, যথেষ্ট হয়েছে! ৬ দশকেরও বেশি পার হয়েছে। আমাদের বাজে সামাজিক আচরণ
এখনও পরিবর্তিত হয়নি। আগ্রায় প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে। তাই প্রকাশ্যে
শিষ্টাচার প্রদর্শনে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
No comments