বৃষ্টিতে প্লাবিত যশোর
যশোরে রোববার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। প্রবল
বৃষ্টিতে ডুবে গেছে শহরের বেশির ভাগ এলাকা। শহরের শংকরপুর, বেজপাড়া,
খড়কি-কারবালা এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ছবিগুলো তুলেছেন
এহসান-উদ-দৌলা।
বৃষ্টিতে একান্ত প্রয়োজনে অনেককে ছাতা নিয়ে বের হতে দেখা গেছে। ছবিটি রোববার দুপুরে যশোর শহরের নাজির শংকরপুর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা।
রোববার ভোর থেকে প্রবল বর্ষণে ডুবে গেছে যশোর ফায়ার সার্ভিস স্টেশন। ছবি: এহসান-উদ-দৌলা।
বৃষ্টির
পানি ও নর্দমার পানি একাকার হয়ে গেছে। পানি বেশি হওয়াতে সড়কে মাছ শিকারে
ব্যস্ত শহরের নাজির শংকরপুর এলাকার সাদেক দারোগার মোড়ের সাধারণ মানুষ। ছবি: এহসান-উদ-দৌলা।
ডুবে যাওয়া সড়কে নছিমন নিয়ে নিজের তৈরি রেইনকোট পরে যাচ্ছেন এক চালক। ছবি: এহসান-উদ-দৌলা।
শহরের রেলরোড এলাকার খাদ্যগুদাম এলাকায় হাঁটুপানি জমেছে। ছবি: এহসান-উদ-দৌলা।
শহরবাসীকে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি ভেঙে চলতে হয়েছে। ছবি: এহসান-উদ-দৌলা।
যশোর শহরের বেজপাড়া কবরস্থানের সামনেও জমেছে পানি। ছবি: এহসান-উদ-দৌলা।
ঘরে ঢুকে পড়া পানি সেঁচায় ব্যস্ত এক বাসিন্দা। ছবিটি নগরের নাজির শংকরপুরের জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা।
No comments