আঙুলের ইশারায় চলবে টিভি, কম্পিউটার
সোফা বা বিছানায় বসে দূর থেকেই আঙুলের ইশারায় টিভি, কম্পিউটার এমনকি ট্যাবলেটের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইসরায়েলের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
ইসরায়েলের আইসাইট টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে মোশন সেন্সিং টেকনোলজি বাজারে আনার ঘোষণা দিয়েছে। জেশ্চার বা অঙ্গভঙ্গি শনাক্ত করার এ প্রযুক্তি টেলিভিশন, কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত থাকলে ১০ মিটার দূরে ঘরের যেকোনো অবস্থান থেকেই টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করার মত নানা কাজ করা যাবে। রিমোট কন্ট্রোল যন্ত্রের বিকল্প ছাড়াও এ প্রযুক্তির সাহায্যে উইন্ডোজ কম্পিউটার ও ট্যাবলেটের অ্যাপ্লিকেশন চালানো যাবে।আইসাইট টেকনোলজিসের প্রধান নির্বাহী গিডন স্যামুয়েল জানিয়েছেন, আইসাইটের তৈরি ফিংগার টিপ ট্র্যাকিং বা আঙুলের ইশারা শনাক্তকারী প্রযুক্তিটির উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল। এখন এ প্রযুক্তিটির লাইসেন্স বিক্রি শুরু করছে আইসাইট। টিভি, কম্পিউটার, ট্যাবলেট নির্মাতা যেকোনো প্রতিষ্ঠান তাদের পণ্যের জন্য এ প্রযুক্তির লাইসেন্স কিনতে পারবে।
আইসাইট কর্তৃপক্ষের ভাষ্য, তাঁদের আঙুলের ইশারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারে নির্মিত পণ্য সাশ্রয়ী দামে মানুষের কাছে পৌঁছাতে পারবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ প্রযুক্তি মানুষের জীবনে আরও স্বাচ্ছন্দ্য আনবে।
No comments