বগুড়ায় চাঁদাবাজদের ছুরিকাঘাতে হাটের কেয়ারটেকার ও গণপিটুনিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
বগুড়ার নন্দীগ্রামের ওমরপুর হাটে শুক্রবার বিকেলে চাঁদাবাজদের ছুরিকাঘাতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এই ঘটনার পর হাটের লোকজন পিটিয়ে গুরম্নতর আহত করেছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ কয়েকজনকে।
নিহত ব্যক্তি হলেন হাটের কেয়ারটেকার ইউসুফ আলী (৫০)। তাঁর বাড়ি নন্দীগ্রামে। আহতরা হলো সামসুল (২৬) ও মাফু (২৭)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায় নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান জুয়েল বিকেলে তার দলবল নিয়ে ওমরপুর হাটে গিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে থাকে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে জুয়েলের লোকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় হাটের কেয়ারটেকার ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় হাটের লোকজন প্তি হয়ে জুয়েলকে ধাওয়া করে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করে। পুলিশ গিয়ে গুরম্নতর আহত জুয়েলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তার অবস্থা আশঙ্কাজনক।
No comments