বিপিএল ॥ খুলনা পর্ব শুরু আজ
বিপিএলের চলমান দ্বিতীয় আসরে ঢাকায় প্রথমাংশ শেষে আজ থেকে শুরু হচ্ছে খুলনা পর্ব। শেখ আবু নাসের স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চিটাগাং কিংস ও রংপুর রাইডার্স।
অপর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে মোকাবেলা করবে দুরন্ত রাজশাহী। বিপিএলের ম্যাচগুলো এবার চার ভাগে ভাগ হয়ে ঢাকার মিরপুর শেরেবাংলা, খুলনার আবু নাসের ও চিটাগাংয়ের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিন থেকে এ পর্যন্ত ঢাকায় মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বাধিক ২টি করে ম্যাচ খেলেছে ঢাকা, সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা। আর মিরপুরে ১টি করে ম্যাচ শেষ করেছে অপর দু’দল চিটাগাং ও রংপুর। দুই লড়াইয়ে দুটি করে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস। ১ জয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে রাজশাহী, বরিশাল। অন্যদিকে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি তিন ফ্র্যাঞ্চাইজি চিটাগাং, খুলনা ও এবারের আসর দিয়ে বিপিএলে নাম লেখানো নতুন দল রংপুর রাইডার্স। আজ শুরু হয়ে খুলনা পর্ব চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর চিটাগাং (২৮ জানুয়ারি-২ ফেব্রুয়ারি) হয়ে ৪ ফেব্রুয়ারি হোম অব ক্রিকেট মিরপুরে ফিরবে বিপিএল। চলবে ১৯ ফেব্রুয়ারির ফাইনাল পর্যন্ত।
No comments