যারা মানুষ হত্যার রাজনীতি করে তারা ইসলামী দল নয় ॥ চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাঃ রেজাউল করিম বলেছেন, ইসলামের নামে যারা মানুষ হত্যার রাজনীতি করে তারা কোন ইসলামী দল নয় বরং তারা ইসলামের শত্রু ইসলামের সঙ্গে হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই।
ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। যারা শানত্মি ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের প্রতিরোধ করতে হবে। বুধবার রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে স্থানীয় মুজাহিদ কমিটি ও কওমী ইমাম ওলামা পরিষদ আয়োজিত এক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা কওমী ইমাম ওলামা পরিষদ সভাপতি ও জাতীয় শ্রেষ্ঠ ইমাম আলহাজ মুফতী আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি আরও বলেন, জঙ্গীবাদের সঙ্গে সম্পৃক্ত ইসলামের শত্রম্নদের সমগ্র দেশ থেকে উৎখাত করা হবে। তাদের উৎখাতের জন্য নওগাঁ থেকেই আন্দোলন শুরু করার জন্য তিনি তার অনুসারীদের তাগাদা দেন। তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, ইসলামী রাজনীতির গায়ে আচর লাগে এরকম কোন সিদ্ধানত্ম নেবেন না। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি নাছির বিন আছগর, মাওলানা রিয়াজুল ইসলাম কাছেমী, মাওলানা মোশাররফ হোসেন শিরাজী, মাওলানা মোসলেম উদ্দিন, মাওলানা সেকেন্দার আলী প্রমুখ।
No comments