প্রেক্ষাগৃহের জন্য প্রস্তুত ‘টেলিভিশন
২৫ জানুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি টেলিভিশন। পরিচালক জানান, ছবিটি মুক্তি দেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে।
গত রোববার বিভিন্ন সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটে টেলিভিশন ছবির বিশেষ প্রচারণা শুরু হয়েছে। এর জন্য ছবির তিন শিল্পী: মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তিশার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অন্য রকম বিজ্ঞাপন। জানা গেছে, সামাজিক যোগাযোগের সাইটে এ তিনটি বিজ্ঞাপনই নজর কেড়েছে দর্শকদের। এদিকে কাল বুধবার রাত ১১টায় বাংলাভিশনে প্রচার করা হবে টেলিভিশন নিয়ে একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেবেন টেলিভিশন ছবির শিল্পী ও কলাকুশলীরা। এখানে গান হবে, আড্ডা হবে এবং দর্শকদের সঙ্গে সরাসরি কথা হবে।ফারুকী জানান, এই অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকবে কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী পাঁচজন পাবেন টেলিভিশন ছবির শিল্পীদের সঙ্গে প্রথম দিন প্রথম প্রদর্শনী উপভোগ করার সুযোগ।
আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী রচিত ছবিটি প্রযোজনা করেছে ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম জার্মানি।
No comments