প্রতিশোধ নিয়ে তিনে রংপুর
প্রথম ওভারে ফিরিয়েছিলেন রিকি ওয়েসেলসকে। দ্বিতীয় স্পেলে ফিরে আসিফ আহমেদকে আউট করে ভাঙলেন পথের কাঁটা হয়ে থাকা জুটি। শেষ ওভারে উইকেট আরেকটি। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট। আবদুর রাজ্জাক এখানে সফল বোলার।
২৪ বলে প্রয়োজন ৪২। রাজ্জাক খানিকটা সংশয়ে পড়ে গেলেন, কার হাতে তুলে দেবেন বল। রংপুর রাইডার্স অধিনায়ক একটা সভামতো করে ফেললেন মাঠেই। বল তুলে দিলেন কেভিন ও’ব্রায়েনের হাতে। ছোট ও’ব্রায়েন তুলে নিলেন খুলনার শেষ স্বীকৃত ব্যাটসম্যান ড্যানিয়েল হ্যারিসকে। রাজ্জাক এখানে সফল অধিনায়ক। অল্প পুঁজি নিয়েও দলকে উজ্জীবিত রাখতে পেরেছেন।দুই ভূমিকাতেই যখন এমন সফল অধিনায়ক, সেই দল আবার না জেতে! ১২২ রানের পুঁজি নিয়েও রংপুর রাইডার্স পেয়েছে ৩৩ রানের বেশ বড় জয়। খুলনায় খুলনা রয়েল বেঙ্গলসের কাছে হারের প্রতিশোধ নেওয়া হলো পরের ম্যাচেই। অন্যদিকে হতাশায় ঘেরা শুরুর পর নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানো খুলনা রয়েল বেঙ্গলস যেন নিজেদের শহর ছাড়তেই ফিরে পেল পুরোনো চেহারা। টানা দুই জয়ের হাত ধরে কাল পেল বিপিএলে সবচেয়ে কম রানে (৮৯) গুটিয়ে যাওয়ার লজ্জা! আগের সবচেয়ে কম ৯৩ ছিল চিটাগং কিংসের, গত আসরে। এবার খুলনা পেল উল্টো স্বাদ। টানা দুই হার দিয়ে শুরু করা রংপুর উঠে এল পয়েন্ট টেবিলের তিনে।
একই উইকেটে দিনের দ্বিতীয় ম্যাচ, বল একটু থেমে এসেছে। তবে স্কোরকার্ড যেমন বলছে, তেমন ভয়ংকর কিন্তু ছিল না উইকেট। ভালো বোলিংয়ের সঙ্গে যোগ হয়েছিল আসলে বাজে ব্যাটিংয়ের প্রতিযোগিতা। টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুরের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ১২০ পেরিয়েই থমকে গেছে ইনিংস। খুলনার ইনিংসটা তো গতিই পেল না কখনো। প্রথম ওভারেই লু ভিনসেন্টের এলবিডব্লুতে শুরু। আগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা শাহরিয়ার নাফীস ফিরলেন ২২ বলে ১৪ করে। এরপর রাজ্জাকের স্পিন আর এডওয়ার্ডসের গতির সামনে শেষ খুলনা। বল হাতে ৩ উইকেট পেলেও আগের ম্যাচের সেরা হ্যারিস ব্যর্থ আসল জায়গায়। ৩১ বল খেলে করতে পেরেছেন মোটে ১৫। লেজ মুড়ে দিয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার ৪ উইকেট পেয়েছেন ফিদেল এডওয়ার্ডস।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১২২ (শামসুর ৬, হায়াট ২৩, ইমরুল ১, বোরগাস ২১, নাসির ২১, নিয়াল ০, কেভিন ২৪*, রাজ্জাক ২, শরিফ ২, এডওয়ার্ডস ৬, অমিত ২; হ্যারিস ৩/২২, আসিফ ১/০, সানজামুল ১/১৪, জাদরান ১/২২, বদ্রি ১/২৩, ফরহাদ রেজা ১/২৫)। খুলনা রয়েল বেঙ্গলস: ১৮.৪ ওভারে ৮৯ (ভিনসেন্ট ০, নাফীস ১৪, মিজানুর ১৫, ওয়েসেলস ১১, হ্যারিস ১৫, আসিফ ১৯, ফরহাদ ০, বদ্রি ২, জাদরান ১, সানজামুল ৩*, নাবিল ০; এডওয়ার্ডস ৪/১১, রাজ্জাক ৩/২১, কেভিন ১/১৩, শরিফ ১/১৩, নাসির ১/১৪)।
ফল: রংপুর রাইডার্স ৩৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফিদেল এডওয়ার্ডস।
No comments