আদালতের কর্মচারীদের হাতে লাঞ্ছিত হলেন সাংবাদিকেরা
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গতকাল মঙ্গলবার সকালে আদালতের একদল উচ্ছৃঙ্খল কর্মচারীর হামলার শিকার হয়েছেন সংবাদকর্মীরা। এ ঘটনায় চার সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতিদের বহনকারী গাড়ির প্রবেশপথে ভুলক্রমে ঢুকে পড়ে চ্যানেল আইয়ের সাংবাদিক রিজওয়ান কাদেরের গাড়ি। এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী লাঠি দিয়ে গাড়ির গ্লাসে আঘাত করেন। প্রতিবাদ করলে ওই কর্মচারী সাংবাদিক রিজওয়ানকেও লাঠি দিয়ে প্রহার করেন। তখন অন্য সাংবাদিকেরা সহকর্মীকে রক্ষায় এগিয়ে গেলে সুপ্রিম কোর্টের একদল উচ্ছৃঙ্খল কর্মচারী লাঠি এবং রামদা (ঘাস কাটার) হাতে নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে রিজওয়ান, এসএ টিভির আসাদ রিয়েল, একই টিভির ক্যামেরাপারসন মিজান, আমার দেশ পত্রিকার প্রতিবেদক আলমগীর হোসেন আহত হন। তাঁদের রক্ষা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ইমামুল হোসেনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আঘাত পান।ঘটনার প্রতিবাদে আইন সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সংহতি জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী ঘটনার সুষ্ঠু ও সম্মানজনক সমাধানের আশ্বাস দেন। পরে সংবাদকর্মীরা কর্মসূচি মুলতবি ঘোষণা করেন।
পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কক্ষে আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ল রিপোর্টার্স ফোরামের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, ভুল-বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে।
No comments