আবার রত্না
রত্না একসময় চলচ্চিত্রে প্রায় নিয়মিতই অভিনয় করতেন। মাঝে পড়াশোনার জন্য সাময়িক বিরতি নেন। রত্না এখন আবার অভিনয় করছেন। ছবির নাম সেদিন বৃষ্টি ছিল। পরিচালক শাহীন-সুমন। গত সোমবার ছবিটির শুটিং শুরু হয়েছে রাজধানীর আফতাবনগরে।
রত্না বললেন, ‘পড়াশোনার জন্য চলচ্চিত্রে অভিনয় থেকে ছুটি নিয়েছিলাম। আমি এরই মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিভাগে স্নাতক (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছি। আশা করছি, এখন থেকে নিয়মিত অভিনয় করতে পারব।’রত্না জানান, স্নাতক পরীক্ষা শেষে তিনি একটি ছবিতে অভিনয় করেছিলেন। ছবির নাম সন্তানের মতো সন্তান। মাস চারেক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি।
পরিচালক সূত্রে জানা গেছে, সেদিন বৃষ্টি ছিল ছবিটি ভৌতিক গল্প নিয়ে।
No comments