অস্ত্রসহ আরেক ছাত্র স্কুলে
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটির একটি স্কুল থেকে আগ্নেয়াস্ত্রসহ ১১ বছর বয়সী এক ছাত্রকে আটক করেছে পুলিশ। কানেকটিকাটের ঘটনায় আতঙ্কিত হয়ে এবং বন্ধুদের এ ধরনের হামলা থেকে বাঁচানোর উদ্দেশ্যেই অস্ত্র নিয়ে স্কুলে এসেছিল বলে দাবি করেছে ছেলেটি।
গত শুক্রবার কানেকটিকাটের নিউটাউন শহরের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ২০ শিশু ও ছয় শিক্ষক মারা যায়। এর পরই গত মঙ্গলবার সল্ট লেকে অস্ত্রসহ ছাত্র আটকের ঘটনা ঘটল। সল্ট লেকের ওয়েস্ট কেয়ার্নস এলিমেন্টারি স্কুল থেকে পয়েন্ট টুটু ক্যালিবারের একটি বন্দুক ও কিছু বুলেটসহ আটক করা হয় ছেলেটিকে। বয়স কম হওয়ার কারণে তার পরিচয় গোপন রাখা হয়েছে। সে যে অস্ত্র নিয়ে স্কুলে এসেছে, তার সহপাঠীরা বিষয়টি ধরে ফেলে। তারা এক শিক্ষককে বিষয়টি জানায়। ওই শিক্ষক সঙ্গে সঙ্গে ছেলেটিকে নিয়ে প্রধান শিক্ষকের রুমে যান। তার বন্দুকে কোনো গুলি ভরা ছিল না। কতগুলো বুলেট তার পকেটে ছিল। স্থানীয় স্কুলগুলোর মুখপাত্র বেন হর্সলি জানান, 'কানেকটিকাটের মতো ঘটনার হাত থেকে স্কুলের শিশুদের বাঁচানোর জন্যই অস্ত্র নিয়ে স্কুলে গিয়েছিল বলে দাবি করেছে সে।' এদিকে, টেঙ্াসের এক আগ্নেয়াস্ত্র বিক্রেতা কানেকটিকাটের মতো হামলার ঘটনা ঠেকাতে শিক্ষকদের অস্ত্র সঙ্গে রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। অস্ত্রের মূল্যে ছাড় দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র : এএফপি।
No comments