ইউক্রেনে প্রচণ্ড শীতে ৮৩ জনের মৃত্যু
ইউক্রেনে প্রচণ্ড ঠাণ্ডায় অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। এ মাসে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়া ও প্রচণ্ড তুষারপাতের কারণে রাজধানী কিয়েভসহ দেশের বেশির ভাগ এলাকাই বরফে ঢাকা পড়েছে।
পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ২০ কিলোমিটারজুড়ে তিন দিনব্যাপী ট্রাফিক জ্যামে আটকা পড়ে আছে অসংখ্য যানবাহন।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত শুক্রবার জানান, ঠাণ্ডায় মৃতের সংখ্যা ৮৩ জনে দাঁড়িয়েছে। বেশির ভাগ মানুষকেই রাস্তায় মরে পড়ে থাকতে দেখা গেছে। দেশজুড়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫০০-এর বেশি মানুষ।
সারা দেশের প্রায় ১০০টি শহর ও গ্রাম বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে অবিরাম কাজ করে যাচ্ছে কর্মীরা। গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী।
এ প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী দেশ বুলগেরিয়া ও রুমানিয়াও। প্রচণ্ড শীতে এসব দেশেও ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ অঞ্চলে আগামী দিনেও শীতের প্রকোপ থাকবে এবং তাপমাত্রা আরো কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সূত্র : রয়টার্স, সিএনএন।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত শুক্রবার জানান, ঠাণ্ডায় মৃতের সংখ্যা ৮৩ জনে দাঁড়িয়েছে। বেশির ভাগ মানুষকেই রাস্তায় মরে পড়ে থাকতে দেখা গেছে। দেশজুড়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫০০-এর বেশি মানুষ।
সারা দেশের প্রায় ১০০টি শহর ও গ্রাম বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে অবিরাম কাজ করে যাচ্ছে কর্মীরা। গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী।
এ প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী দেশ বুলগেরিয়া ও রুমানিয়াও। প্রচণ্ড শীতে এসব দেশেও ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ অঞ্চলে আগামী দিনেও শীতের প্রকোপ থাকবে এবং তাপমাত্রা আরো কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সূত্র : রয়টার্স, সিএনএন।
No comments