পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক মন্ত্রীসহ নিহত ৯
পাকিস্তানের পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক মন্ত্রী বশির আহমেদ বিলৌরসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। গতকাল শনিবারের এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেশোয়ারের ব্যস্ততম কিসসা কাহানি বাজারের পাশে ঢাকি নালবান্দি এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটে। এতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্থানীয় সরকার ও প্রাদেশিক গ্রাম উন্নয়নমন্ত্রী বিলৌরের ব্যক্তিগত সচিব ও একজন পুলিশ কর্মকর্তাও নিহত হন।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কোমর ও বুকে মারাত্মক আঘাত পাওয়া বিলৌরকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের কিছুক্ষণ পর তিনি মারা যান। বিলৌর ও তাঁর দলের কর্মীরা বৈঠক করার জন্য সমবেত হলে তাঁদের ওপর এ হামলা চালানো হয়।
প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া প্রদেশটির প্রভাবশালী এ রাজনৈতিক দলের সদস্যদের ওপর বারবার হামলা চালিয়ে আসছে তালেবান। সূত্র : বিবিসি ও ডন।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কোমর ও বুকে মারাত্মক আঘাত পাওয়া বিলৌরকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের কিছুক্ষণ পর তিনি মারা যান। বিলৌর ও তাঁর দলের কর্মীরা বৈঠক করার জন্য সমবেত হলে তাঁদের ওপর এ হামলা চালানো হয়।
প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া প্রদেশটির প্রভাবশালী এ রাজনৈতিক দলের সদস্যদের ওপর বারবার হামলা চালিয়ে আসছে তালেবান। সূত্র : বিবিসি ও ডন।
No comments