বৃহৎ আন্দোলনে যাচ্ছেন সাংবাদিকেরা
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীতে ধর্মঘট, সংবাদ পরিবেশন বন্ধ ও মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী সাংবাদিক নেতারা।
আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাগর-রুনির হত্যার বিচার দাবিতে আয়োজিত গণ-অনশন কর্মসূচিতে এসব কথা বলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী।
তাঁরা বলেন, আজ প্রায় এক বছর হতে চলল। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। প্রকৃত দোষীদের আটক করা হয়নি। র্যাব, পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিচার নিয়ে তামাশা করছেন।
সাংবাদিক নেতারা আরও বলেন, শুধু সাগর-রুনির হত্যার বিচার নয়, পুরো সাংবাদিক সমাজকে নিয়ন্ত্রণমুক্ত করতেই এই আন্দোলন। অতীতের সব সাংবাদিক হত্যারও বিচার দাবি করেন তাঁরা।
আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সাংবাদিকদের এ গণ-অনশন চলবে। এরপর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের গণ-অনশনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন।
তাঁরা বলেন, আজ প্রায় এক বছর হতে চলল। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। প্রকৃত দোষীদের আটক করা হয়নি। র্যাব, পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিচার নিয়ে তামাশা করছেন।
সাংবাদিক নেতারা আরও বলেন, শুধু সাগর-রুনির হত্যার বিচার নয়, পুরো সাংবাদিক সমাজকে নিয়ন্ত্রণমুক্ত করতেই এই আন্দোলন। অতীতের সব সাংবাদিক হত্যারও বিচার দাবি করেন তাঁরা।
আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সাংবাদিকদের এ গণ-অনশন চলবে। এরপর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের গণ-অনশনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন।
No comments