সাকার বিরুদ্ধে আনিসুজ্জামানকে জেরা শেষ
বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে জেরা করা শেষ হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ তাঁকে আজ রোববার চতুর্থ দিনের মতো জেরা করে আসামিপক্ষ।
জেরায় আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক আইনগত মতামতে (সাজেশন) বলেন, আনিসুজ্জামান বর্তমান সরকারের পছন্দের লোক হওয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলায় অসত্য সাক্ষ্য দিচ্ছেন। তবে এর বিরোধিতা করে আনিসুজ্জামান বলেন, ‘ ইহা সত্য নয়।’
আজ জেরার চতুর্থ দিনে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিলেও আনিসুজ্জামানকে প্রায় দেড় ঘণ্টা জেরা করা হয়। এ নিয়ে তাঁকে চার দিনে প্রায় নয় ঘণ্টা জেরা করেছে আসামিপক্ষ।
সকাল ১০টার দিকে সাকা চৌধুরীকে গাজীপুর কারাগার থেকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।
আজ জেরার চতুর্থ দিনে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিলেও আনিসুজ্জামানকে প্রায় দেড় ঘণ্টা জেরা করা হয়। এ নিয়ে তাঁকে চার দিনে প্রায় নয় ঘণ্টা জেরা করেছে আসামিপক্ষ।
সকাল ১০টার দিকে সাকা চৌধুরীকে গাজীপুর কারাগার থেকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।
No comments