ফুলপাখি ভালো আঁকে
সবুজের মাঠ
নীলরঙা আকাশটা
নৌকার ঘাট।
বাড়িগুলো ছিমছাম
তার পাশে বন,
প্রজাপতি উড়ে উড়ে
হয় আনমন।
ঝিলমিল শাপলা
টলোমলো রূপ,
রূপে রঙে দিঘিজল
সাঁঝে নিশ্চুপ।
মেঠোপথ শেষে ওই
আকাশের পাড়,
মাটি ছুঁয়ে বাটি হয়ে
নুয়ে আছে ঘাড়।
রঙে রঙে জলরঙে
ক্যানভাসে সবই;
সোনামণি খুকু আঁকে
অপরূপ ছবি।
No comments