লক্ষ্মীসোনার জন্যে ছড়া by আসাদ চৌধুরী
চুপ চুপ লক্ষ্মীসোনা করিস নে গোল আর
তোর জন্যই আব্বু গেছেন কিনতে হরবোলা
সেই পাখি হরবোলা যদি একবারও না-গায়
তোর জন্যই আব্বু গেছেন কিনতে হরবোলা
সেই পাখি হরবোলা যদি একবারও না-গায়
আনবেন তোর হিরের আংটি (আঙুলে যা মানায়)
হঠাৎ যদি হিরের আংটি হ’য়েই পড়ে কাঁসা,
আনবেন আব্বু তোরই জন্য আরশি একখান খাসা।
সেই না আরশি যদি ভেঙে টুকরো টুকরো হয়,
তোরই জন্য কিনবেন পাঁঠা নিশ্চয় নিশ্চয়।
সেই না পাঁঠা হঠাৎ যদি এক্কেবারেই পালায়
তোরই জন্য আরেক পাঁঠা আজই আনবেন বাবায়।
বিলেতি ছড়া অবলম্বনে
হঠাৎ যদি হিরের আংটি হ’য়েই পড়ে কাঁসা,
আনবেন আব্বু তোরই জন্য আরশি একখান খাসা।
সেই না আরশি যদি ভেঙে টুকরো টুকরো হয়,
তোরই জন্য কিনবেন পাঁঠা নিশ্চয় নিশ্চয়।
সেই না পাঁঠা হঠাৎ যদি এক্কেবারেই পালায়
তোরই জন্য আরেক পাঁঠা আজই আনবেন বাবায়।
বিলেতি ছড়া অবলম্বনে
No comments