শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার by নুরুন্নবী চৌধুরী

দিন যত যাচ্ছে প্রযুক্তিগত সুবিধা ততই বাড়ছে। আর বর্তমানে তথ্যপ্রযুক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে পৃথিবীর নানা বিষয়। তবে তথ্যপ্রযুক্তির নানা ধরনের সুবিধা না থাকায় আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে এখনো তেমনভাবে লাগেনি প্রযুক্তির ছোঁয়া, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা উপকরণের ক্ষেত্রে।


আর তাই শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে লাগে এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন আরাফাতের রহমান। টি এস ম্যানেজমেন্ট সিস্টেম (টিএসএমএস) নামের এ সফটওয়্যারের সাহায্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব কাজই করা যাবে সহজে। সফটওয়্যারটির নির্মাতা প্রোগ্রামিং ভাষা পিএইচপির অন্যতম সেরা সার্টিফিকেশন জেন্ড সার্টিফাইড প্রকৌশলী (জেডসিই) আরাফাতের রহমান বলেন, টিএসএমএস হচ্ছে এমন একটি ইন্টিগ্রেটেড সফটওয়্যার, যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের সব কাজ সহজে করা সম্ভব, যা শিক্ষক ও শিক্ষার্থীদের বেশ সাহায্য করবে। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ কমানোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার ব্যবহার যেমন প্রতিষ্ঠানের জন্য ভালো, তেমনি এর মাধ্যমে শিক্ষার্থীরাও পেতে পারেন নানা প্রযুক্তির সুবিধা। এ সফটওয়্যারের সঙ্গে যুক্ত থাকে একটি ওয়েবসাইট, যার সাহায্যে অভিভাবকদের সম্পৃক্ততা, অনলাইন ভর্তি ফি, ফরম জমা ইত্যাদি তথ্য জানা যাবে। সফটওয়্যারটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাজের নানা দিক, অনলাইনে নানা তথ্য জানা, ফল প্রকাশ, শিক্ষার্থীদের ডেটাবেইস, ফলাফল আর্কাইভ, এসএমএসের মাধ্যমে ফলাফল প্রদান, এমসিকিউ, অনলাইন ই-লাইব্রেরি, অনলাইন ভর্তি ইত্যাদি কার্যক্রম সহজে সম্পন্ন করা সম্ভব হবে। এ ছাড়া ওয়েবসাইটটিতে থাকবে প্রতিষ্ঠানের ইতিহাস, ফলাফলের ইতিহাস, ক্লাসের রুটিন, শিক্ষকদের জীবনী, প্রাতিষ্ঠানিক নোটিশ, ছবি, ভর্তির তথ্য ইত্যাদি। শিক্ষার্থীদের অর্থ প্রদান, এসবের তথ্য সংগ্রহ, এসএমএসের মাধ্যমে ফলাফল প্রেরণ, ই-লাইব্রেরিতে সহজে বই খোঁজার সুবিধা, ই-বই পড়ার সুযোগ, অনলাইনে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কাজ করা যাবে সফটওয়্যারটির মাধ্যমে। সফটওয়্যারটি সম্পর্কে আরও জানতে সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে যোগাযোগের ই-মেইল ঠিকানা: shibu_iiuc@yahoo.com।

No comments

Powered by Blogger.