টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-দায়উভয়েরই, দরকার কঠোর তদারকি ও সমন্বয়
প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার জনশক্তি রপ্তানি খাতে ধসের জন্য পরস্পরকে দায়ী করেছেন মন্ত্রী ও রপ্তানিকারক এজেন্সিগুলো: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলো ছাপা হলো।
সিরাজুল হক, কলারোয়া, সাতক্ষীরা
এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ই দায়ী। খুব শিগগির এর সমাধান চাই।
মো. সিরাজুল ইসলাম, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
এ জন্য দেশি-বিদেশি এজেন্সিগুলো অনেকাংশে দায়ী। সরকার ও এজেন্সিগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।
হেদায়েতুল্লাহ, জজকোর্ট, গাজীপুর
এ বিষয়ে সরকার ও এজেন্সির মধ্যে সমঝোতা করে এর সমাধান করাসহ এজেন্সিগুলোকে কঠোর পর্যবেক্ষণে রাখতে হবে। এ সিদ্ধান্ত থেকে সরকার যেন পিছপা না হয়।
মো. নূর নবী, চাকরিজীবী, ফতুল্লা, নারায়ণগঞ্জ
মূলত সরকারের কূটনৈতিক ব্যর্থতাই দায়ী।
সাব্বির, শিক্ষার্থী, সিলেট
এ বিষয়ে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তবেই এ সমস্যার সমাধান সম্ভব হবে।
দেবদুলাল দাস, শিক্ষার্থী, এমসি কলেজ, সিলেট
বায়রা শুধু বিদেশে পাঠানোর সংখ্যা হিসাব করছে কিন্তু ফিরে যে আসছে, সেই হিসাব করছে না। সংকট মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
মনি আরণ্য, কৃষক, নবীনগর, সাভার
এজেন্সিগুলোর সঠিক ব্যবস্থাপনার অভাবে জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনশক্তি মন্ত্রী ও মালয়েশিয়া সরকারের বক্তব্য অনুসারে সরকারি ব্যবস্থাপনা জনশক্তি রপ্তানির জন্য সহায়ক হবে।
রুফায়েজ রহমান, শিক্ষার্থী, উত্তরা, ঢাকা
এ জন্য সরকারই দায়ী। বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মো. রেজাউল করিম, শিক্ষার্থী, রাজশাহী
এ ধসের জন্য সরকার দায়ী। তারা যেসব প্রতিষ্ঠানকে মনোনীত করছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য তার কাছে নেই।
মো. আসলাম, শিক্ষার্থী, মুহসীন কলেজ, চট্টগ্রাম
রপ্তানিকারক এজেন্সিগুলো অধিক মুনাফার আশায় অদক্ষ ও অযোগ্য শ্রমিককে মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে পাঠায়। এ ছাড়া সরকারের আন্তরিকতারও অভাব রয়েছে।
মো. আকবর হোসেন, সাংবাদিক, নওগাঁ
এ ক্ষেত্রে দায় শুধু সরকারের নয়, সরকারের রিক্রুটিং এজেন্সি ও শ্রমিক—সবাই দায়ী।
মুরাদ, শিক্ষার্থী, চান্দগাঁও, চট্টগ্রাম
দুই পক্ষের অবহেলায় সংকটে মধ্যবিত্ত।
আবুহেনা মোস্তফা কামাল, লালমাটিয়া, ঢাকা
এ জন্য সরকারই দায়ী। কারণ বাংলাদেশ মন্ত্রিপরিষদ শাসিত দেশ, কোনো এজেন্সি শাসিত নয়। দোষারোপ থেকে মনে হয়, এজেন্সিগুলো যাচ্ছেতাই করতে পারে, কারও কিছু বলার নেই।
মাসুম, ব্যবসায়ী, মতিঝিল, ঢাকা
এ জন্য সরকার দায়ী। যদি কোনো গাড়ি দুর্ঘটনা ঘটে, তবে যাত্রী দায়ী হয় না, দায়ী হয় চালক।
ফয়সাল, শিক্ষার্থী, চট্টগ্রাম
সরকার সচেতন হলে ও ব্যবস্থা নিলে দেশবাসী উপকৃত হবে।
আলম সরকার, দেবীদ্বার, কুমিল্লা
এ জন্য মূলত দায়ী দুটি বিষয়—এজেন্সির দৌরাত্ম্য ও আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা।
আবদুন নূর, শিক্ষার্থী, পটিয়া, চট্টগ্রাম
কূটনৈতিক সম্পর্কের অবনতি এর জন্য দায়ী।
আবুল কাশেম মজুমদার, ব্যবসায়ী, দিলকুশা, ঢাকা
এক কথায় বললে সরকারই এ জন্য দায়ী।
ওয়াহিদ মুরাদ, নিউ ইস্কাটন, ঢাকা
জনশক্তি রপ্তানিতে ধস গরিব দেশটির জন্য অশনিসংকেত। কার দায়, কার কাজ ইত্যাদি না ভেবে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানির এজেন্সিগুলোকে এ সমস্যা সমাধানে দ্রুত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে।
ইশরাত জাহান, শিক্ষার্থী, সাভার, ঢাকা
জনশক্তি রপ্তানিতে ধসের কারণ বর্তমান সরকার। তারা তো নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং এই সেক্টরেও অস্থিরতা তৈরি করেছে।
মো. নজরুল ইসলাম, শিক্ষক, গাজীপুর
জনশক্তি রপ্তানিতে ধসের কারণ হলো, মন্ত্রী ও রপ্তানিকারক এজেন্সিগুলোর মধ্যে সম্পর্কের অবনতি। তাই জনশক্তি রপ্তানি খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মন্ত্রী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক ও ঐক্য তৈরি করতে হবে।
রিপন মাহমুদ, শিক্ষার্থী, বাঘা, রাজশাহী
সরকার এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রপ্তানিকারকদের ওপর সরকারের বিশেষ নজর চাই।
রফিক আহমেদ, সাভার, ঢাকা
জনশক্তি রপ্তানিতে ধসের জন্য রপ্তানিকারক এজেন্সির চেয়েও শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা বেশি। কূটনৈতিক তৎপরতার যথেষ্ট অভাব রয়েছে।
হুমায়ুন কবীর, ব্যবসায়ী, ইসলামপুর, ঢাকা
জনশক্তি রপ্তানিতে ধসের জন্য শ্রমমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকার দায়ী। আওয়ামী সরকার এলে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি কমে যায়।
আলমগীর হোসেন, ব্যবসায়ী, গাজীপুর
এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিদেশি দালাল ও এজেন্সিগুলো দায়ী। এ ব্যাপারে সরকারের খুব তাড়াতাড়ি যথাযথ পদক্ষেপ নিতে হবে।
মেজবাহ উদ্দিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
সরকারের পরিকল্পনা যথাযথ বাস্তবায়িত হয় না। তাই অনেক স্তর এজেন্সি তৈরি হয়। বিদেশের চাহিদা যথাযথভাবে পূরণ না করে জনশক্তি রপ্তানি করা হয়। তাই তারা এ দেশ থেকে জনশক্তি নিতে চায় না।
মো. সুলেমান মিয়া, শিক্ষার্থী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
জনশক্তি রপ্তানিতে ধসের কারণ, কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি। এর মূলে বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর ব্যর্থতা রয়েছে।
নাইমুর রশীদ লিখন, ডুমুরিয়া, খুলনা
এর জন্য শ্রমিকের অদক্ষতাই দায়ী। বিদেশে আমাদের দেশের ইমেজ নষ্ট করে ফেলেছেন কিছু শ্রমিক। এ ছাড়া রয়েছে সরকারের কূটনৈতিক সম্পর্কের অভাব।
মো. এনাম উদ্দিন, লালবাগ, ঢাকা
এ জন্য জনশক্তি মন্ত্রণালয় দায়ী। আমাদের সবচেয়ে বড় বাজার সৌদি আরবে। দেশের সর্বোচ্চ পর্যায়ে সেখানে ওয়ার্ক পারমিট-সম্পর্কিত যে সমস্যা সমাধানের কথা বলা হয়েছিল, দুঃখজনক হলেও সত্য , সেগুলো আজও বাস্তবায়িত হয়নি।
মাহমুদ হাসান, সরকারি বিএম কলেজ, বরিশাল
ব্যর্থতার দায় পুরোপুরি সরকারের। প্রবাসী কল্যাণমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
কবীর উদ্দিন আহমেদ, ব্যবসায়ী, নয়াপল্টন, ঢাকা
সরকারই মূলত দায়ী। কারণ, এর নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের হাতে। এ ছাড়া কিছু দেশি-বিদেশি অসাধু জনশক্তি রপ্তানিকারক দায়ী। অতি দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত।
বিকাশ দাস, শিক্ষার্থী, ঢাকা কলেজ
সরকার ও বেসরকারি সংস্থা বায়রার দ্বন্দ্ব এর জন্য দায়ী। দুপক্ষের সমঝোতা এ মুহূর্তে জনশক্তি রপ্তানিতে ধস ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মো. শামীম সরকার, শিক্ষার্থী, ময়মনসিংহ
বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রধান বাজার মধ্যপ্রাচ্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটছে। এর মূলে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
এম জোবায়ের, শিক্ষার্থী, ময়মনসিংহ মেডিকেল কলেজ
জনশক্তি রপ্তানিতে ধস নামা সরকারের একটি ব্যর্থতা। এ জন্য অদক্ষ শ্রমিক রপ্তানি, সংশ্লিষ্ট খাতে দুর্নীতি, সরকারের বিরূপ মনোভাব ও কূটনৈতিক ব্যবস্থা দায়ী।
অমিত বণিক, উন্নয়নকর্মী, কটিয়াদী, কিশোরগঞ্জ
জনশক্তি রপ্তানি খাতে ধসের জন্য পরস্পরকে দায়ী করা অযৌক্তিক। সরকারি ব্যবস্থাপনায় জনশক্তি রপ্তানি করায় রপ্তানিকারক পক্ষের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ধরনের দোষারোপ করা হচ্ছে।
ওয়াসিম উদ্দিন, ব্যবসায়ী, চট্টগ্রাম
এর অন্যতম কারণ রাজনৈতিক সহিংসতা, সরকারি ও বিরোধী দল। জনগণের স্বার্থে গঠনমূলক চিন্তাধারা না থাকায় ধ্বংস হচ্ছে জনশক্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি।
মো. রেজানুর রহমান, শিক্ষার্থী, মিরপুর, ঢাকা
এ সমস্যার জন্য দায়ী সরকার ও এজেন্সিগুলো। তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হওয়া উচিত।
শফিকুল আলম, রামপুরা, ঢাকা
এর দায় অবশ্যই সরকারের। জনশক্তি রপ্তানিতে সরকারের মনিটরিং নেই। মনিটরিং বাড়ালে এটা আগের অবস্থায় ফিরে আসবে।
রঞ্জিত চন্দ্র সূত্রধর, কালিহাতী, টাঙ্গাইল
এর জন্য দায়ী সরকার ও এজেন্সিগুলো। এজেন্সিগুলোর দুর্নীতির ফলে দেশের ইমেজ নষ্ট হচ্ছে।
সেলিম বিশ্বাস, শিক্ষার্থী, যশোর
রাজনৈতিক দলগুলোর মতানৈক্য, অভিবাসন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পর্যবেক্ষণের অভাব এবং এজেন্সিগুলোর অসততাই এ জন্য দায়ী।
ফারুখ আহমেদ, রাজশাহী
বর্তমান সরকার দেশের মানবসম্পদকে জনশক্তিতে পরিণত করে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাচ্ছে। সরকার গঠনের পর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ধস নামাতে বিএনপি-জামায়াতের লোকেরা তৎপর।
মো. আবদুল মালেক, চাকরিজীবী, সাতকানিয়া, চট্টগ্রাম
সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও যথাসময়ে পদক্ষেপ না নেওয়ায় জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। এ খাতকে বাঁচাতে হলে, মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে হলে সরকারিভাবে জনশক্তি রপ্তানি করতে হবে। এখনই ব্যবস্থা নিলে বাজার ধরে রাখা সম্ভব।
মো. শেখ সাদী, শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
এ জন্য মন্ত্রী তথা সরকারকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। কেননা আন্তর্জাতিকভাবে সমস্যা থাকতেই পারে। এ ক্ষেত্রে পরস্পরকে দায়ী না করে কীভাবে এর সমাধান করা যায়, সে বিষয়ে কাজ করতে হবে।
ছাইফুল্লাহ খালেদ, কুতুবদিয়া, কক্সবাজার
জনশক্তি রপ্তানিতে ধসের জন্য দায়ী উভয়েই। সরকারে উচিত জনশক্তি রপ্তানি স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। দেশের স্বার্থে রপ্তানিকারক এজেন্সিগুলোর সেবার মান আরও উন্নত করতে হবে।
মো. পিরান হোসেন, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এজেন্সিগুলোর দুর্নীতিই মুখ্য ভূমিকা পালন করছে।
বিশ্বজিৎ সেন, চট্টগ্রাম
জনশক্তি রপ্তানিতে ধসের জন্য প্রধান প্রভাবক হিসেবে কাজ করছে রাজনৈতিক পটপরিবর্তন। বর্তমান সরকারের নেওয়া কিছু পদক্ষেপ, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে সরকারের কিছুটা মতপার্থক্য দেখা দেওয়ায় মনে হয় বর্তমান সংকটের সৃষ্টি।
আবু সায়ীদ চৌধুরী, মগবাজার, ঢাকা
শ্রমমন্ত্রীর অদক্ষতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অচিরেই এই মন্ত্রীকে পরিবর্তন করে সংকট দূর করা হোক।
বজলুর রহমান, আশুলিয়া, ঢাকা
এর জন্য দায়ী এজেন্সিগুলো। এর সমাধান করতে হলে সরকারকে কঠোরভাবে তদারক করতে হবে।
আবু সুফিয়ান, ব্যবসায়ী, ফেনী
আমার মতে, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মন্ত্রী।
মাহবুব হাসান, ফকিরাপুল, ঢাকা
এ ধসের জন্য সরকারই দায়ী।
জানে আলম, দেবীদ্বার, কুমিল্লা
জনশক্তি রপ্তানি ধসের জন্য দায়ী বর্তমান সরকার।
মোক্তার হোসেন, শাহজাহানপুর, ঢাকা
ধসের জন্য সরকার ও মন্ত্রী দায়ী।
আমিনুল হক, ব্যবসায়ী, বনানী, ঢাকা
বিষয়টির জন্য পুরোপুরি সরকারই দায়ী।
পুলক চাকমা, শিক্ষার্থী, রাঙামাটি
এর জন্য উভয় পক্ষই দায়ী।
সুমিত বণিক, কিশোরগঞ্জ
দায় অবশ্যই সংশ্লিষ্ট সরকারি নীতিনির্ধারকদের। কারণ, এটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম খাত জেনেও তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। রিক্রুটিং এজেন্সিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
আলী আকবর, শিক্ষার্থী, ঢাকা কলেজ
এই ধস আমাদের দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে। অচিরেই ওসব দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে।
এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ই দায়ী। খুব শিগগির এর সমাধান চাই।
মো. সিরাজুল ইসলাম, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
এ জন্য দেশি-বিদেশি এজেন্সিগুলো অনেকাংশে দায়ী। সরকার ও এজেন্সিগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।
হেদায়েতুল্লাহ, জজকোর্ট, গাজীপুর
এ বিষয়ে সরকার ও এজেন্সির মধ্যে সমঝোতা করে এর সমাধান করাসহ এজেন্সিগুলোকে কঠোর পর্যবেক্ষণে রাখতে হবে। এ সিদ্ধান্ত থেকে সরকার যেন পিছপা না হয়।
মো. নূর নবী, চাকরিজীবী, ফতুল্লা, নারায়ণগঞ্জ
মূলত সরকারের কূটনৈতিক ব্যর্থতাই দায়ী।
সাব্বির, শিক্ষার্থী, সিলেট
এ বিষয়ে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তবেই এ সমস্যার সমাধান সম্ভব হবে।
দেবদুলাল দাস, শিক্ষার্থী, এমসি কলেজ, সিলেট
বায়রা শুধু বিদেশে পাঠানোর সংখ্যা হিসাব করছে কিন্তু ফিরে যে আসছে, সেই হিসাব করছে না। সংকট মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
মনি আরণ্য, কৃষক, নবীনগর, সাভার
এজেন্সিগুলোর সঠিক ব্যবস্থাপনার অভাবে জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনশক্তি মন্ত্রী ও মালয়েশিয়া সরকারের বক্তব্য অনুসারে সরকারি ব্যবস্থাপনা জনশক্তি রপ্তানির জন্য সহায়ক হবে।
রুফায়েজ রহমান, শিক্ষার্থী, উত্তরা, ঢাকা
এ জন্য সরকারই দায়ী। বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মো. রেজাউল করিম, শিক্ষার্থী, রাজশাহী
এ ধসের জন্য সরকার দায়ী। তারা যেসব প্রতিষ্ঠানকে মনোনীত করছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য তার কাছে নেই।
মো. আসলাম, শিক্ষার্থী, মুহসীন কলেজ, চট্টগ্রাম
রপ্তানিকারক এজেন্সিগুলো অধিক মুনাফার আশায় অদক্ষ ও অযোগ্য শ্রমিককে মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে পাঠায়। এ ছাড়া সরকারের আন্তরিকতারও অভাব রয়েছে।
মো. আকবর হোসেন, সাংবাদিক, নওগাঁ
এ ক্ষেত্রে দায় শুধু সরকারের নয়, সরকারের রিক্রুটিং এজেন্সি ও শ্রমিক—সবাই দায়ী।
মুরাদ, শিক্ষার্থী, চান্দগাঁও, চট্টগ্রাম
দুই পক্ষের অবহেলায় সংকটে মধ্যবিত্ত।
আবুহেনা মোস্তফা কামাল, লালমাটিয়া, ঢাকা
এ জন্য সরকারই দায়ী। কারণ বাংলাদেশ মন্ত্রিপরিষদ শাসিত দেশ, কোনো এজেন্সি শাসিত নয়। দোষারোপ থেকে মনে হয়, এজেন্সিগুলো যাচ্ছেতাই করতে পারে, কারও কিছু বলার নেই।
মাসুম, ব্যবসায়ী, মতিঝিল, ঢাকা
এ জন্য সরকার দায়ী। যদি কোনো গাড়ি দুর্ঘটনা ঘটে, তবে যাত্রী দায়ী হয় না, দায়ী হয় চালক।
ফয়সাল, শিক্ষার্থী, চট্টগ্রাম
সরকার সচেতন হলে ও ব্যবস্থা নিলে দেশবাসী উপকৃত হবে।
আলম সরকার, দেবীদ্বার, কুমিল্লা
এ জন্য মূলত দায়ী দুটি বিষয়—এজেন্সির দৌরাত্ম্য ও আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা।
আবদুন নূর, শিক্ষার্থী, পটিয়া, চট্টগ্রাম
কূটনৈতিক সম্পর্কের অবনতি এর জন্য দায়ী।
আবুল কাশেম মজুমদার, ব্যবসায়ী, দিলকুশা, ঢাকা
এক কথায় বললে সরকারই এ জন্য দায়ী।
ওয়াহিদ মুরাদ, নিউ ইস্কাটন, ঢাকা
জনশক্তি রপ্তানিতে ধস গরিব দেশটির জন্য অশনিসংকেত। কার দায়, কার কাজ ইত্যাদি না ভেবে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানির এজেন্সিগুলোকে এ সমস্যা সমাধানে দ্রুত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে।
ইশরাত জাহান, শিক্ষার্থী, সাভার, ঢাকা
জনশক্তি রপ্তানিতে ধসের কারণ বর্তমান সরকার। তারা তো নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং এই সেক্টরেও অস্থিরতা তৈরি করেছে।
মো. নজরুল ইসলাম, শিক্ষক, গাজীপুর
জনশক্তি রপ্তানিতে ধসের কারণ হলো, মন্ত্রী ও রপ্তানিকারক এজেন্সিগুলোর মধ্যে সম্পর্কের অবনতি। তাই জনশক্তি রপ্তানি খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মন্ত্রী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক ও ঐক্য তৈরি করতে হবে।
রিপন মাহমুদ, শিক্ষার্থী, বাঘা, রাজশাহী
সরকার এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রপ্তানিকারকদের ওপর সরকারের বিশেষ নজর চাই।
রফিক আহমেদ, সাভার, ঢাকা
জনশক্তি রপ্তানিতে ধসের জন্য রপ্তানিকারক এজেন্সির চেয়েও শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা বেশি। কূটনৈতিক তৎপরতার যথেষ্ট অভাব রয়েছে।
হুমায়ুন কবীর, ব্যবসায়ী, ইসলামপুর, ঢাকা
জনশক্তি রপ্তানিতে ধসের জন্য শ্রমমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকার দায়ী। আওয়ামী সরকার এলে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি কমে যায়।
আলমগীর হোসেন, ব্যবসায়ী, গাজীপুর
এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিদেশি দালাল ও এজেন্সিগুলো দায়ী। এ ব্যাপারে সরকারের খুব তাড়াতাড়ি যথাযথ পদক্ষেপ নিতে হবে।
মেজবাহ উদ্দিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
সরকারের পরিকল্পনা যথাযথ বাস্তবায়িত হয় না। তাই অনেক স্তর এজেন্সি তৈরি হয়। বিদেশের চাহিদা যথাযথভাবে পূরণ না করে জনশক্তি রপ্তানি করা হয়। তাই তারা এ দেশ থেকে জনশক্তি নিতে চায় না।
মো. সুলেমান মিয়া, শিক্ষার্থী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
জনশক্তি রপ্তানিতে ধসের কারণ, কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি। এর মূলে বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর ব্যর্থতা রয়েছে।
নাইমুর রশীদ লিখন, ডুমুরিয়া, খুলনা
এর জন্য শ্রমিকের অদক্ষতাই দায়ী। বিদেশে আমাদের দেশের ইমেজ নষ্ট করে ফেলেছেন কিছু শ্রমিক। এ ছাড়া রয়েছে সরকারের কূটনৈতিক সম্পর্কের অভাব।
মো. এনাম উদ্দিন, লালবাগ, ঢাকা
এ জন্য জনশক্তি মন্ত্রণালয় দায়ী। আমাদের সবচেয়ে বড় বাজার সৌদি আরবে। দেশের সর্বোচ্চ পর্যায়ে সেখানে ওয়ার্ক পারমিট-সম্পর্কিত যে সমস্যা সমাধানের কথা বলা হয়েছিল, দুঃখজনক হলেও সত্য , সেগুলো আজও বাস্তবায়িত হয়নি।
মাহমুদ হাসান, সরকারি বিএম কলেজ, বরিশাল
ব্যর্থতার দায় পুরোপুরি সরকারের। প্রবাসী কল্যাণমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
কবীর উদ্দিন আহমেদ, ব্যবসায়ী, নয়াপল্টন, ঢাকা
সরকারই মূলত দায়ী। কারণ, এর নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের হাতে। এ ছাড়া কিছু দেশি-বিদেশি অসাধু জনশক্তি রপ্তানিকারক দায়ী। অতি দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত।
বিকাশ দাস, শিক্ষার্থী, ঢাকা কলেজ
সরকার ও বেসরকারি সংস্থা বায়রার দ্বন্দ্ব এর জন্য দায়ী। দুপক্ষের সমঝোতা এ মুহূর্তে জনশক্তি রপ্তানিতে ধস ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মো. শামীম সরকার, শিক্ষার্থী, ময়মনসিংহ
বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রধান বাজার মধ্যপ্রাচ্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটছে। এর মূলে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
এম জোবায়ের, শিক্ষার্থী, ময়মনসিংহ মেডিকেল কলেজ
জনশক্তি রপ্তানিতে ধস নামা সরকারের একটি ব্যর্থতা। এ জন্য অদক্ষ শ্রমিক রপ্তানি, সংশ্লিষ্ট খাতে দুর্নীতি, সরকারের বিরূপ মনোভাব ও কূটনৈতিক ব্যবস্থা দায়ী।
অমিত বণিক, উন্নয়নকর্মী, কটিয়াদী, কিশোরগঞ্জ
জনশক্তি রপ্তানি খাতে ধসের জন্য পরস্পরকে দায়ী করা অযৌক্তিক। সরকারি ব্যবস্থাপনায় জনশক্তি রপ্তানি করায় রপ্তানিকারক পক্ষের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ধরনের দোষারোপ করা হচ্ছে।
ওয়াসিম উদ্দিন, ব্যবসায়ী, চট্টগ্রাম
এর অন্যতম কারণ রাজনৈতিক সহিংসতা, সরকারি ও বিরোধী দল। জনগণের স্বার্থে গঠনমূলক চিন্তাধারা না থাকায় ধ্বংস হচ্ছে জনশক্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি।
মো. রেজানুর রহমান, শিক্ষার্থী, মিরপুর, ঢাকা
এ সমস্যার জন্য দায়ী সরকার ও এজেন্সিগুলো। তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হওয়া উচিত।
শফিকুল আলম, রামপুরা, ঢাকা
এর দায় অবশ্যই সরকারের। জনশক্তি রপ্তানিতে সরকারের মনিটরিং নেই। মনিটরিং বাড়ালে এটা আগের অবস্থায় ফিরে আসবে।
রঞ্জিত চন্দ্র সূত্রধর, কালিহাতী, টাঙ্গাইল
এর জন্য দায়ী সরকার ও এজেন্সিগুলো। এজেন্সিগুলোর দুর্নীতির ফলে দেশের ইমেজ নষ্ট হচ্ছে।
সেলিম বিশ্বাস, শিক্ষার্থী, যশোর
রাজনৈতিক দলগুলোর মতানৈক্য, অভিবাসন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পর্যবেক্ষণের অভাব এবং এজেন্সিগুলোর অসততাই এ জন্য দায়ী।
ফারুখ আহমেদ, রাজশাহী
বর্তমান সরকার দেশের মানবসম্পদকে জনশক্তিতে পরিণত করে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাচ্ছে। সরকার গঠনের পর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ধস নামাতে বিএনপি-জামায়াতের লোকেরা তৎপর।
মো. আবদুল মালেক, চাকরিজীবী, সাতকানিয়া, চট্টগ্রাম
সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও যথাসময়ে পদক্ষেপ না নেওয়ায় জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। এ খাতকে বাঁচাতে হলে, মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে হলে সরকারিভাবে জনশক্তি রপ্তানি করতে হবে। এখনই ব্যবস্থা নিলে বাজার ধরে রাখা সম্ভব।
মো. শেখ সাদী, শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
এ জন্য মন্ত্রী তথা সরকারকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। কেননা আন্তর্জাতিকভাবে সমস্যা থাকতেই পারে। এ ক্ষেত্রে পরস্পরকে দায়ী না করে কীভাবে এর সমাধান করা যায়, সে বিষয়ে কাজ করতে হবে।
ছাইফুল্লাহ খালেদ, কুতুবদিয়া, কক্সবাজার
জনশক্তি রপ্তানিতে ধসের জন্য দায়ী উভয়েই। সরকারে উচিত জনশক্তি রপ্তানি স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। দেশের স্বার্থে রপ্তানিকারক এজেন্সিগুলোর সেবার মান আরও উন্নত করতে হবে।
মো. পিরান হোসেন, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এজেন্সিগুলোর দুর্নীতিই মুখ্য ভূমিকা পালন করছে।
বিশ্বজিৎ সেন, চট্টগ্রাম
জনশক্তি রপ্তানিতে ধসের জন্য প্রধান প্রভাবক হিসেবে কাজ করছে রাজনৈতিক পটপরিবর্তন। বর্তমান সরকারের নেওয়া কিছু পদক্ষেপ, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে সরকারের কিছুটা মতপার্থক্য দেখা দেওয়ায় মনে হয় বর্তমান সংকটের সৃষ্টি।
আবু সায়ীদ চৌধুরী, মগবাজার, ঢাকা
শ্রমমন্ত্রীর অদক্ষতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অচিরেই এই মন্ত্রীকে পরিবর্তন করে সংকট দূর করা হোক।
বজলুর রহমান, আশুলিয়া, ঢাকা
এর জন্য দায়ী এজেন্সিগুলো। এর সমাধান করতে হলে সরকারকে কঠোরভাবে তদারক করতে হবে।
আবু সুফিয়ান, ব্যবসায়ী, ফেনী
আমার মতে, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মন্ত্রী।
মাহবুব হাসান, ফকিরাপুল, ঢাকা
এ ধসের জন্য সরকারই দায়ী।
জানে আলম, দেবীদ্বার, কুমিল্লা
জনশক্তি রপ্তানি ধসের জন্য দায়ী বর্তমান সরকার।
মোক্তার হোসেন, শাহজাহানপুর, ঢাকা
ধসের জন্য সরকার ও মন্ত্রী দায়ী।
আমিনুল হক, ব্যবসায়ী, বনানী, ঢাকা
বিষয়টির জন্য পুরোপুরি সরকারই দায়ী।
পুলক চাকমা, শিক্ষার্থী, রাঙামাটি
এর জন্য উভয় পক্ষই দায়ী।
সুমিত বণিক, কিশোরগঞ্জ
দায় অবশ্যই সংশ্লিষ্ট সরকারি নীতিনির্ধারকদের। কারণ, এটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম খাত জেনেও তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। রিক্রুটিং এজেন্সিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
আলী আকবর, শিক্ষার্থী, ঢাকা কলেজ
এই ধস আমাদের দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে। অচিরেই ওসব দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে।
No comments