১ থেকে ২০ লাখ

বেশির ভাগ দর্শকের কাছে ওটা ছিল আর দশটা শটের মতোই। তবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড কলম্বো টেস্টের প্রথম দিনে মাহেলা জয়াবর্ধনের তৃতীয় চারটি কিন্তু বাড়তি রোমাঞ্চ বয়ে এনেছিল ক্রিকেট পরিসংখ্যানবিদদের জন্য। ১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের দ্বিতীয় বলে রানের যে চাকা ঘুরতে শুরু করেছিল চার্লস ব্যানারম্যানের ব্যাটে, জয়াবর্ধনের ওই শটে সেই চাকা ছুঁয়ে ফেলল ২০ লাখ রানের মাইলফলক!


অনেকের কাছে এটা অবশ্য তেমন কিছু নয়। খেলা হচ্ছে, রানও হতেই থাকবে। কিন্তু পরিসংখ্যানবিদদের জন্য এটাও স্মরণীয় এক উপলক্ষ। প্রথম টেস্ট রানটি কার ব্যাট থেকে এসেছে, সেই রেকর্ড আছে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর ‘বল বাই বল’ ধারাভাষ্যের কল্যাণে নিকট অতীতের মাইলফলকগুলো কার ব্যাটে এসেছে, সেটাও খুঁজে পাওয়া দুঃসাধ্য নয়। তবে ঝামেলা বাকি মাইলফলকগুলোর ক্ষেত্রে। নিশ্চিত করে কোনো একজন ব্যাটসম্যানের নাম বের করার উপায় নেই। তবে কোন ম্যাচের কোন ইনিংসে কোন জুটির ব্যাটিংয়ের সময় মাইলফলক রানটি এসেছে, সেটা বের করা যায় ঘাঁটাঘাঁটি করে। বেশির ভাগ মাইলফলক রানের ক্ষেত্রে তাই দেওয়া হয়েছে দুজন ব্যাটসম্যানের রান, যাঁদের কোনো একজনের ব্যাট থেকে এসেছে মাইলফলক ছোঁয়া রান। ও হ্যাঁ, আরেকজনকেও বিবেচনায় রাখতে হবে। মাইলফলক ছোঁয়া রানটি আসতে পারে ‘মিস্টার এক্সট্রা’-র মাধ্যমেও!
প্রথম এক মিলিয়ন বা ১০ লাখ রানের দেখা পেতে টেস্ট ক্রিকেটকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় ১০৯ বছর, সেখান থেকে দুই মিলিয়ন হয়ে গেল মাত্র ২৬ বছরেই! দল বেড়েছে, এই সময়ে ম্যাচও অনেক বেশি হয়েছে, এটা একটা কারণ। আরেকটা কারণ, নিষ্প্রাণ উইকেট, ক্রমশ ভালো হতে থাকা ব্যাট, ওয়ানডে-টি-টোয়েন্টির প্রভাব ও নানাভাবে বোলারদের হাত-পা বেঁধে রাখার এই যুগে রানও হয়েছে অনেক বেশি। প্রথম ১০ লাখের জন্য তাই যেখানে লেগেছিল ১০৫৪ টেস্ট, পরের ১০ লাখের জন্য ৯৮৫ টেস্ট।

টেস্ট ১
চার্লস ব্যানারম্যান, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, মেলবোর্ন, ১৮৭৭

১০০
টেস্ট ১
চার্লস ব্যানারম্যান/ব্রান্সবি কুপার, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, মেলবোর্ন, ১৮৭৭

৫০০
টেস্ট ১
বিলি মিডউইন্টার/জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলিয়া—ইংল্যান্ড, মেলবোর্ন, ১৮৭৭

১ হাজার
টেস্ট ২
অ্যালেন হিল/টম আরমিটেজ, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ১৮৭৭

৫ হাজার
টেস্ট ৭
অ্যালেক ব্যানারম্যান/পার্সি ম্যাকডোনেল, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, সিডনি, ১৮৮২

১০ হাজার
টেস্ট ১৫
টাপ স্কট/জোয়ি পালমার, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, লর্ডস, ১৮৮৪

৫০ হাজার
টেস্ট ৬৭
বিল হাওয়েল/মন্টি নোবেল, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, অ্যাডিলেড, ১৯০২

১ লাখ
টেস্ট ১২১
রোল্যান্ড বিউমন্ট/সিড পেগলার, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, ওল্ড ট্রাফোর্ড, ১৯১২

৫ লাখ
টেস্ট ৫৪৮
নরম্যান ও’নিল/ব্রায়ান বুথ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ব্রিসবেন, ১৯৬৩

১০ লাখ
টেস্ট ১০৫৪
অ্যালান বোর্ডার, অস্ট্রেলিয়া-ভারত, মুম্বাই, ১৯৮৬

১৫ লাখ
টেস্ট ১৫৭৫
মার্ক বুচার,
ইংল্যান্ড-ভারত, আহমেদাবাদ, ২০০১

২০ লাখ
টেস্ট ২০৩৯
মাহেলা জয়াবর্ধনে, শ্রীলঙ্কা-ইংল্যান্ড, কলম্বো, ২০১২
 আরিফুল ইসলাম

No comments

Powered by Blogger.