পুরান ঢাকায়-ঘুড়ি উৎসব by রোকসানা ইসলাম
পৌষসংক্রান্তির পূজা। শুধু একটি আনন্দের উৎসব। ঘুড়ি ওড়ানো। পুরান ঢাকার অনেক বাসিন্দার ধারণা, উৎসবের ঐতিহ্যের শুরু পুরান ঢাকার ‘শাঁখারীবাজার’। এখন তা একটা রেওয়াজেই পরিণত হয়েছে। পুরান ঢাকার প্রতিটি বাড়ির ছাদে ঘুড়ি হাতে নারী-পুরুষ-শিশুদের ভিড় দেখে মনে হবে, যেন মানুষের মেলা!
এ এক অদ্ভুত দৃশ্য! সন্ধ্যা হতেই আরেক দৃশ্য। চারদিকে হইচই, আতশবাজির ফুলকি, পটকা ফোটানোর আওয়াজ, আগুনের খেলা! ছোট-বড়, বয়স্ক পুরুষেরা মুখে কেরোসিন নিয়ে লাঠির মাথায় ধরানো আগুনে ফুঁ দিয়ে অদ্ভুদ রকমের খেলায় মগ্ন হয়ে যায়। চারদিকে ধোঁয়া, আকাশে রংবেরঙের আতশবাজি; মনে হবে, লাল-নীল অসংখ্য তারা আকাশ থেকে মাটিতে খসে পড়ছে।
ক্যামেরায় বন্দী করলাম। শনিবার, ১৪ জানুয়ারির ঘটনা।
ক্যামেরায় বন্দী করলাম। শনিবার, ১৪ জানুয়ারির ঘটনা।
No comments