প্রথম অফিসিয়াল ওয়ানডে
ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার মাত্র এক দিন পরই প্রথম অফিসিয়াল ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বিকেএসপি ২ নম্বর মাঠে পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস অর্জনের পর আত্মবিশ্বাসের তুঙ্গে সালমা বাহিনী। তাই আজ আইরিশ মেয়েরা তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না বলে বেশ দৃঢ়তার সঙ্গে জানালেন অধিনায়ক
সালমা এবং তারকা স্পিনার কুবরা। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ম্যাচটি রেডিওতে এফএম ৮৮.৮ এবং বাংলাদেশ রেডিওর 'ক' কেন্দ্র থেকে শোনা যাবে। ১৮ নভেম্বর গ্রুপ পর্বে বিকেএসপির ৩ নম্বর মাঠে আইরিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৯৫ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল সালমা বাহিনী। তাই আজও জয়ের ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী অধিনায়ক সালমা, 'মাঠে সবসময়ই আমরা নিজেদের সেরা খেলাটা খেলি। তবে এখন দায়িত্বটা আরও বেড়ে গেল। এখন আমরা ওয়ানডে স্ট্যাটাস পেয়েছি। নিজেদের আরও ভালোভাবে তুলে ধরতে হবে এখন। আয়ারল্যান্ডকে আমরা আগেও হারিয়েছি। আশা করছি, আগামীকালও ভালোভাবেই জিতব।' তবে প্রথম ম্যাচে ওয়ানডে স্ট্যাটাস বাংলাদেশের ক্রিকেটারদের ওপর চাপ হয়েও দেখা দিতে পারে। অবশ্য এমনটা মানতে নারাজ সালমা এবং শুকতারা। অধিনায়ক সালমা বলেন, 'আমরা কোনো চাপ নিচ্ছি না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করব। আর টুর্নামেন্টের শুরু থেকেই আমরা চাপ নিয়ে ভাবিনি।' দলের আরেক সেরা পারফর্মার শুকতারার কণ্ঠেও অধিনায়কের কথার প্রতিধ্বনি, 'প্রতিটি ম্যাচেই চাপ থাকে। কিন্তু আমরা চাপ নিয়ে খেলি না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই অবশ্যই আমরা জিতব।' বিকেএসপির এই ২ নম্বর মাঠে জাপানকে ১০ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৬ উইকেট নিয়ে জয়ের নায়িকা ছিলেন স্পিনার খাদিজাতুল কুবরা। তিনিও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী, 'আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের স্পিনাররা ভালো করতে পারলে আবারও জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ওই ম্যাচে স্পিনারদের পাশাপাশি ব্যাটিংও ভালো হয়েছিল। আগামীকাল ব্যাটিং ভালো হলে অবশ্য জিতব আমরা।' গতকাল বাংলাদেশ দল অনুশীলন করেনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস অর্জনের আনন্দ এখনও দলের ক্রিকেটারদের মধ্যে বেশ ভালোমতোই আছে। গতকালও পুরো দল উৎসবের মেজাজে ছিল। সে উৎসব যেন পূর্ণতা পেয়েছিল বিসিবির সংবর্ধনা অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রায় পুরোটা সময়ই বিভিন্ন সংবাদমাধ্যমকে অকাতরে সাক্ষাৎকার দিয়েছেন সালমা, শুকতারা, কুবরা ও জাহানারারা। শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির সংবর্ধনা শেষে বিকেল ৩টায় হোটেলে ফিরে বাকি দিনটা বিশ্রামে কাটিয়েছে দল। ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তির আনন্দের হ্যাংওভার না কাটলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ভুগতে হতে পারে বাংলাদেশ দলকে। ইউরোপের এ দলটি কিন্তু শক্তির দিক থেকে কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে। এছাড়া গত ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস রক্ষা করেছে তারা। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তারাও। তাই আনন্দের মধ্যেও বাংলাদেশ অধিনায়ক সালমা জানান, এ ম্যাচে কঠিন লড়াই হবে; কিন্তু লড়াই কঠিন হলেও জয় দিয়ে আনুষ্ঠানিক যাত্রাটা শুরু করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের মেয়েরা।
No comments