শাবাশ বাংলার নারী-বিশ্বকাপ ক্রিকেটেও লড়বে একদিন

বাংলার নারীরাও বসে নেই। ক্রিকেটে তারা সাফল্যের পরিচয় রেখেছে। পেয়েছে ওয়ানডে স্ট্যাটাস। বাংলাদেশের জন্য এটা কম নয়। কারণ এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি খেলার সুযোগও পাচ্ছে। পদক্ষেপ হিসেবে এটা অবশ্যই আমাদের জন্য আনন্দ, উৎসাহ এবং প্রাপ্তিরও। এবার নিশ্চয়ই আশা করতে পারি, আমাদের মেয়েরা একদিন হয়তো বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।


তাদের এই সাফল্যে আমাদের তৃপ্তির কারণ অনেক। কেননা পিছিয়ে থাকা দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের মেয়েদের এই অর্জন অনেক বড় অর্জন। এ দেশে একসময় মেয়েদের ভলিবল খেলা নিষিদ্ধ ঘোষণা করার জন্য মিছিল-সমাবেশ হয়েছিল। আমাদের মেয়েদের ঘরের কোণে বসে থাকার কথা বলা হতো। সেই দৃশ্যগুলো তো মাত্র দুই দশক আগেও আমরা দেখেছি। সেই দেশের মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে খেলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে আজ। বহির্বিশ্বে আমাদের মর্যাদা বেড়েছে নিশ্চয়ই। অন্তত যারা বাংলাদেশের মেয়েদের ঘরের কোণের বাসিন্দা বলে মনে করত, তাদের ভুল নিশ্চয়ই ভাঙবে এবার। ইউরোপ-আমেরিকার বেশ কিছু দেশকে পেছনে ফেলে সেরা ছয়টি দলের একটি হওয়ার গৌরব অর্জন করেছে আমাদের দেশের মেয়েরা। তাই নিশ্চিত করেই বলা যায়, এটা আমাদের জন্য বিশাল অর্জন। সেরা চারটি দলের একটি হতে না-ই বা পারল বাংলাদেশ। কিন্তু তাতেও কম কিসে! ছয়ের এক তো হতে পেরেছে সালমা খাতুনের দল। আমাদের দেশের ছেলেরা ১৯৮৬ সালে প্রথম এক দিনের আন্তর্জাতিক খেলায় অংশ নেওয়ার পর অপেক্ষা করতে হয়েছিল ১১ বছর। তারপর ১৯৯৭ সালে পেয়েছিল আইসিসি ট্রফি। সেই তুলনায় আমাদের মেয়েদের অর্জন অনেক বেশি। সুতরাং বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করবে_আমরা এমন আশা জোরালোভাবেই করতে পারি। সেদিন হয়তো দূরে নয়, যখন আমাদের মেয়েরা দুনিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হবে। সম্মান বয়ে আনবে দেশের জন্য। তারা নিশ্চিত জানিয়ে দেবে, 'যে রাঁধে, সে চুলও বাঁধে'। তবে তারা আমাদের স্বপ্ন দেখার যে ক্ষেত্র তৈরি করেছে, তাকে লালন করার প্রয়োজন অনেক। কারণ এই স্ট্যাটাস ধরে রাখতে হলে দলটিকে প্রতি ১২ মাসের চক্রে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অবশ্যই খেলতে হবে। এ কাজটি করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতা সম্প্রসারিত হতে হবে। বাংলাদেশ নিশ্চয়ই মর্যাদা বাড়ানোর সুযোগ কাজে লাগাবে, যা হয়তো আয়ারল্যান্ডের সঙ্গে বিজয়ের মাধ্যমে শুরু হবে। বাংলাদেশ তার অবস্থান ছয় থেকে পাঁচে নিয়ে আসতে সক্ষম হবে।

No comments

Powered by Blogger.