মিসরে পুলিশি নির্যাতনের শিকার মার্কিন সাংবাদিক

মিসর পুলিশের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন মিসরীয় বংশোদ্ভূত বিশিষ্ট মার্কিন কলামিস্ট ও সাংবাদিক মোনা এলতাহায়ি। ওয়াশিংটন থেকে এসে সরাসরি তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর বুধবার পুলিশ তাকে আটক করে যৌন এবং শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া পুলিশ মারধর করে তার বাম বাহু এবং ডানহাত ভেঙে দিয়েছে বলে জানান এলতাহায়ি। খবর জিনিউজ অনলাইনের।


উল্লেখ্য, ৪৪ বছর বয়সী এলতাহায়ি একজন নারী অধিকার নেত্রী। এ ছাড়া তিনি একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ে আরব বিশ্বের সামাজিক গণমাধ্যম বিষয়ে একজন প্রভাষক এবং রয়টার্সের সাবেক সংবাদ কর্মী। এলতাহায়ি বলেন, বুধবার তারা আমাকে ধরে নিয়ে যাওয়ার পর লাঠি দিয়ে মাথায় এবং হাতে আক্রমণ করে। এ সময় কয়েকজন পুলিশ তার বুকে হাত দেয় বলে জানান তিনি।
তিনি বলেন, আমি এই একদিনে বুঝেছি মিসরীয়রা এখানে কী ধরনের অত্যাচার সহ্য করছে।
আটকের ১২ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট অব মিসর' এ ঘটনা সুষ্ঠু তদন্ত করতে সামরিক শাসকের প্রতি আহ্বান জানিয়েছে।

No comments

Powered by Blogger.