'সুযোগ পেলে আবারও চড় মারব'
ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ারকে চড় মেরে লাঞ্ছিত করা যুবক হরবিন্দার সিং বলেছেন, শারদ পাওয়ারকে চড় মারায় তার কোনো অনুশোচনা নেই বরং সুযোগ পেলে তিনি দ্বিতীয়বারের মতো তার গালে চড় কষবেন। খবর এনডিটিভির।গতকাল শুক্রবার দিলি্ল আদালতে হাজির করা হলে হরবিন্দার এসব কথা বলেন। এ সময় নিজের কোনো আইনজীবী লাগবে না বলেও মন্তব্য করেন তিনি। শুনানি শেষে দিলি্ল হাইকোর্ট তাকে ১৪ দিনের জন্য বিচারিক
হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে তিহার জেলে পাঠানো হয়। শারদ পাওয়ারকে লাঞ্ছিত করার পর দিলি্ল পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা, গুপ্তহত্যা এবং ভীতি প্রদর্শনের অভিযোগ গঠন করা হয়। এদিকে শারদ পাওয়ারকে চড় মারার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পার্লামেন্ট সদস্যরা। রাজ্য সভায়ও তার উপর হামলার নিন্দা জানানো হয়। গত বৃহস্পতিবার নয়াদিলি্লতে সাহিত্যবিষয়ক এক অনুষ্ঠান শেষে শারদ পাওয়ার বের হওয়ার সময় টেম্পোচালক হরবিন্দার আকস্মিক তার গালে চড় মারেন। সে সময় হরবিন্দার একটি ছোট ছুরি বের করেন এবং চিৎকার করে বলতে থাকেন, 'ওরা সব দুর্নীতিবাজ এটাই সমুচিত জবাব।' এর আগে গত শনিবার হরবিন্দার নয়াদিলি্লতে একটি আদালতের বাইরে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী সুখরামকে লাঞ্ছিত করেন।
No comments