মাজহারের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন আফ্রিদিও

বিতর্ক, আলোচনা-সমালোচনা_এসবের মধ্যে নিজের নামটা জড়াতে না পারলে যেন ভালো লাগে না পাকিস্তানি ক্রিকেটারদের। সর্বক্ষণ খবরের শিরোনাম হয়ে থাকাটাই তাঁদের বেশি পছন্দের। শহীদ আফ্রিদির কথাই ধরুন। প্রথমে অপ্রত্যাশিত অবসরের ঘোষণা, তারপর বোর্ড সভাপতির সঙ্গে দ্বন্দ্বের খবর, সবশেষে আবার অবসর ভেঙে ফিরে আসার চমক। সাবেক পাকিস্তানি অধিনায়কের এমন অনেক বিতর্কিত কাণ্ডের সর্বশেষটি জানা গেছে গত পরশু। স্পট ফিঙ্ংিয়ের দায়ে অভিযুক্ত জুয়াড়ি মাজহার মাজিদের সঙ্গে ইচ্ছে করেই নিজের নামটা জড়িয়েছেন তিনি!


মাজিদের সঙ্গে পরিচয় ছিল এবং অনেকবার তাঁর কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাবও পেয়েছেন বলে স্বীকার করেছেন আফ্রিদি!
প্রস্তাব পেয়েছেন, তবে সেই প্রস্তাবে কখনো রাজি হননি বলেই বোধহয় এতটা সাহস করে কথাটা স্বীকার করেছেন আফ্রিদি, 'ও (মাজহার মাজিদ) অনেক চেষ্টা করেছে আমার সঙ্গে বন্ধুত্ব করার। আমাকে দিয়ে ম্যাচ পাতানোর। কিন্তু প্রতিবার আমি তার মুখের ওপর সরাসরি না বলে দিয়েছি।' যুক্তরাজ্যে বসবাসরত এই পাকিস্তানি জুয়াড়িকে কখনোই বিশ্বাস করতেন না বলেও জানিয়েছেন আফ্রিদি। যদিও সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের এজেন্ট হিসেবে মাঝেমধ্যে দেখা-সাক্ষাৎ হয়েছে তাঁদের। তখনই নাকি বোর্ডকে তিনি সতর্ক করেছিলেন মাজিদের কাছ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের দূরে রাখার জন্য।
করাচিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আফ্রিদি জানিয়েছেন অবসর প্রত্যাহার করে ফিরে আসার পর তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। হঠাৎ করে আবার দলে ডাক পেলে তাঁর ওপর কিছুটা বাড়তি চাপ থাকবে, তবে আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়ে তিনি সেই চাপ জয় করে ভালো খেলার আশ্বাসও দিয়েছেন, 'আমি সব সময় চাই পাকিস্তানের হয়ে পারফরম করতে। এ জন্য এখনো অনেক পরিশ্রম করছি। আমি আত্মবিশ্বাসী যে সবার প্রত্যাশা পূরণ করতে পারব।'
পিসিবির সাবেক সভাপতি ইজাজ বাটের সঙ্গে দ্বন্দ্বের কারণে কিছুদিন আগে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি। পাকিস্তানের একটি দৈনিক খবর দিয়েছে সাবেক সভাপতির সঙ্গে দ্বন্দ্বটা শুধু আফ্রিদির একার ছিল না, বাটের সঙ্গে রেষারেষি ছিল সাবেক পাকিস্তানি কোচ ওয়াকার ইউনিসেরও। কিন্তু শেষ পর্যন্ত বোর্ড সভাপতির ক্ষমতার সঙ্গে পেরে ওঠেননি বলেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার। যদিও কারণ হিসেবে তিনি তখন জানিয়েছিলেন অসুস্থতার কথা! পিটিআই

No comments

Powered by Blogger.