বসুন্ধরা গ্রুপের সৌজন্যে বাঞ্ছারামপুরে শিশুদের মাঝে খাদ্য বিতরণ উদ্বোধন
বসুন্ধরা গ্রুপ এবার প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। গতকাল রবিবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বিনামূল্যে এই 'টিফিন' বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন। বাঞ্ছারামপুরের দুর্গারামপুরে অবস্থিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নিজ বাড়ির পাশে দুর্গারামপুর সরকারি প্রাইমারি স্কুলের ৩৮৯ শিক্ষার্থীর মধ্যে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ পরিচালক ও সদর ইউপি পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী।
এতে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমীর, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা (ল্যান্ড) মো. আনোয়ার হোসেন, ওসি মো. আলাউদ্দিন, স্থানীয় ছাত্রনেতা মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, এটি দেশ ও দশের কল্যাণে বসুন্ধরা গ্রুপের আন্তরিকতার বহিঃপ্রকাশ। ইউএনও মো. রাহেদ হোসেন বলেন, স্কুলটিতে প্রতিদিন তিন হাজার ৮৯০ টাকার খাদ্য বিতরণের মাধ্যমে বছরে ব্যয় হবে ৭৫ হাজার ৮৫৫ টাকা। প্রাথমিকভাবে এটি তিন বছর চালু থাকবে।
পর্যায়ক্রমে স্কুলের সংখ্যা আরো বাড়বে বলে জানান বসুন্ধরার পরিচালক মো. হযরত আলী। বসুন্ধরা গ্রুপের ডিজি জাহাঙ্গীর আলম জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। পরে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে টিফিন বঙ্রে খাবার বিতরণ করেন।
প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, এটি দেশ ও দশের কল্যাণে বসুন্ধরা গ্রুপের আন্তরিকতার বহিঃপ্রকাশ। ইউএনও মো. রাহেদ হোসেন বলেন, স্কুলটিতে প্রতিদিন তিন হাজার ৮৯০ টাকার খাদ্য বিতরণের মাধ্যমে বছরে ব্যয় হবে ৭৫ হাজার ৮৫৫ টাকা। প্রাথমিকভাবে এটি তিন বছর চালু থাকবে।
পর্যায়ক্রমে স্কুলের সংখ্যা আরো বাড়বে বলে জানান বসুন্ধরার পরিচালক মো. হযরত আলী। বসুন্ধরা গ্রুপের ডিজি জাহাঙ্গীর আলম জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। পরে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে টিফিন বঙ্রে খাবার বিতরণ করেন।
No comments