পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে রোস্যাট
জার্মানির পর্যবেক্ষণ উপগ্রহ রোয়েন্টজেন স্যাটেলাইট (রোস্যাট) গতকাল রোববার পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে। তবে খণ্ড খণ্ড হয়ে পড়া উপগ্রহটির ধ্বংসাবশেষ পৃথিবীর কোথাও আঘাত হেনেছে কি না বা কোথায়-কখন পতিত হতে পারে, তা বলতে পারেননি দেশটির মহাকাশ গবেষণাকেন্দ্রের কর্মকর্তারা।
জার্মান অ্যারোস্পেস সেন্টার (ডিএলআর) এক বিবৃতিতে বলেছে, রঞ্জনরশ্মি পর্যবেক্ষণের জন্য কক্ষপথে পাঠানো রোস্যাট উপগ্রহটি গতকাল গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর একটা ৪৫ মিনিট থেকে দুইটা ১৫ মিনিটের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তবে উপগ্রহটির কোনো ধ্বংসাবশেষ পৃথিবীতে আঘাত হেনেছে কি না, তার কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে বলা হয়েছিল, পর্যবেক্ষণ উপগ্রহটি মোট ৩০ খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীতে পতিত হতে পারে। সেগুলোর মোট ওজন ১ দশমিক ৭ টন।
তবে ডিএলআরের মুখপাত্র আন্দ্রে সুয়েজ বলেন, ধ্বংসাবশেষগুলো কখন এবং কোথায় পতিত হতে পারে, সে বিষয়ে তথ্য-উপাত্ত পেতে তাঁদের দিন কয়েক সময় লাগবে। এ ছাড়া সেগুলো পৃথিবীপৃষ্ঠ থেকে বর্তমানে কত দূরে অবস্থান করছে, তা-ও তারা জানেন না।
জার্মান অ্যারোস্পেস সেন্টার (ডিএলআর) এক বিবৃতিতে বলেছে, রঞ্জনরশ্মি পর্যবেক্ষণের জন্য কক্ষপথে পাঠানো রোস্যাট উপগ্রহটি গতকাল গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর একটা ৪৫ মিনিট থেকে দুইটা ১৫ মিনিটের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তবে উপগ্রহটির কোনো ধ্বংসাবশেষ পৃথিবীতে আঘাত হেনেছে কি না, তার কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে বলা হয়েছিল, পর্যবেক্ষণ উপগ্রহটি মোট ৩০ খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীতে পতিত হতে পারে। সেগুলোর মোট ওজন ১ দশমিক ৭ টন।
তবে ডিএলআরের মুখপাত্র আন্দ্রে সুয়েজ বলেন, ধ্বংসাবশেষগুলো কখন এবং কোথায় পতিত হতে পারে, সে বিষয়ে তথ্য-উপাত্ত পেতে তাঁদের দিন কয়েক সময় লাগবে। এ ছাড়া সেগুলো পৃথিবীপৃষ্ঠ থেকে বর্তমানে কত দূরে অবস্থান করছে, তা-ও তারা জানেন না।
No comments