'অকুপাই' আন্দোলন-সিডনি ও শিকাগোতে গ্রেপ্তার ১৪০

পুঁজিবাদ, করপোরেট লালসা ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন শহরে চলছে 'অকুপাই' আন্দোলন। নিউ ইয়র্ক থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। নিউ ইয়র্ক ছাড়াও বর্তমানে এ আন্দোলন চলছে শিকাগো, লন্ডন ও অস্ট্রেলিয়ায়। এসব আন্দোলনে চলছে পুলিশি অভিযান ও ধরপাকড়। গতকাল রবিবারও বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর পুলিশ অভিযান চালায়।'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনে অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়ায়ও এক সপ্তাহ ধরে চলছে 'সিডনি দখল করো' আন্দোলন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল ভোর ৫টার দিকে সিডনির 'রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া'র সামনে ঘাঁটি গেড়ে থাকা আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে সমাবেশ ছত্রভঙ্গ করে এবং ৪০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। তবে পুলিশ বলেছে, বিক্ষোভকারীরা সহিংস আচরণ করায় তারা অভিযান চালিয়ে আটক করেছে। দুই দিন আগে মেলবোর্নে একই ধরনের অভিযান চালায় পুলিশ।
অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়েনি সোয়ান বলেছেন, 'যতক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবে ততক্ষণ তাদের বাধা দেওয়া হবে না। পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।'
শিকাগো গ্রান্ট পার্কে 'শিকাগো দখল করো' বিক্ষোভকারীদের ঘাঁটিতে গতকাল পুলিশ অভিযান চালিয়ে ১০০ জনকে আটক করে। এ আন্দোলনের এক আয়োজক বলেন, 'আমাদের কোথাও সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। কোথাও যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিচ্ছে।' এদিকে, লন্ডনের বিক্ষোভকারীরা ফিন্সবারি স্কয়ারে তাদের নতুন ঘাঁটি গেড়েছে। 'লন্ডন দখল' আন্দোলনের জন্য সেন্ট পলস ক্যাথেড্রাল বন্ধ করে দেওয়ার পর বিক্ষোভকারীরা এখানে অবস্থান নিয়েছে।
'অকুপাই' আন্দোলনকারীদের ভাষ্য মতে, বিশ্বের বেশির ভাগ সম্পদ ভোগ করছে অল্প কিছু মানুষ, যাদের হার ১ শতাংশেরও কম। সূত্র : এএফপি, এপি, গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.