হেপাটাইটিস বি টিকা নিয়েছেন কি? by ডা. আ ফ ম হেলালউদ্দিন
আপনি কি নিজের হেপাটাইটিস বি অ্যান্টিজেন কখনো পরীক্ষা করেছেন? এইচবিএস অ্যান্টিজেন এমন একটি পরীক্ষা, যার মাধ্যমে বোঝা যায় আপনি অতীতে কখনো প্রাণঘাতী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না বা আপনার দেহে এই ভাইরাস সুপ্ত বা সক্রিয় অবস্থায় রয়েছে কি না।
হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ থেকে লিভার সিরোসিস, লিভার ফেইলিউর ও লিভার ক্যানসারের মতো ভয়ংকর রোগ হতে পারে।একবার আক্রান্ত হলে এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং অনেকাংশে অসফলও হতে পারে।
আপনি যদি এইচবিএস অ্যান্টিজেন নেগেটিভ হন তবে ভবিষ্যতে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পরপর তিনটি প্রতিষেধক টিকা নিয়ে নিন। প্রথম ডোজ টিকা দেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ এবং ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় ডোজের ১০ বছর পর চতুর্থ ডোজ প্রয়োজন হতে পারে।
No comments