ইনফরমেটিকস অলিম্পিয়াড ২৬ জানুয়ারি
২৬ জানুয়ারি ঢাকায় হচ্ছে বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এর আগে পাঁচটি বিভাগীয় অলিম্পিয়াডের মাধ্যমে নির্বাচিত ৪০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করবে।
ইউআইটিএসের গুলশান ক্যাম্পাসে সকাল আটটায় প্রতিযোগিতা শুরু হবে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা চার ঘণ্টার এক প্রোগ্রামিং লড়াইয়ে অবতীর্ণ হবে। জাতীয় প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে পরবর্তী সময়ে প্রোগ্রামিং ক্যাম্প আয়োজিত হবে। এই ক্যাম্প থেকে নির্বাচিত চারজন প্রতিযোগী আগামী জুলাই মাসে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিকসে অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলি। —বিজ্ঞপ্তি
No comments