ওয়ানডের শীর্ষে ভারত
রাঁচির অভিষেক ওয়ানডে জয় শুধু সিরিজে এগিয়েই দেয়নি, ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষেও তুলে দিয়েছে ভারতকে। অবশ্য নিউজিল্যান্ডেরও বড় অবদান আছে এতে,
পরশু কিউইরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল বলেই না এক নম্বরে উঠল ভারত! এই দুই সিরিজ শুরুর আগে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড দুইয়ে, ভারত তিনে। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে ইংল্যান্ড উঠে যায় শীর্ষে। কোচিতে ভারতের জয় আবার ইংল্যান্ডকে দুইয়ে নামিয়ে প্রোটিয়াদের তুলে আনে এক নম্বরে। তৃতীয় ওয়ানডেতেও ইংল্যান্ডের হার এবং নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে এখন শীর্ষে ভারত। তবে আজ দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে ফলাফল যা-ই হেক, কাল মোহালিতে ভারতকে হারাতে পারলে আবার শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড। ওয়েবসাইট।
No comments