কিউবির নতুন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা
ফিরোজ আহমেদ সম্প্রতি বাংলাদেশে কিউবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিন বছর ধরে ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগদাতা কিউবিতে তিনি প্রধান বিক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সিসিও হিসেবে তিনি বিপণন, বিক্রয় ও বিতরণ, বাণিজ্যিক কৌশল এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। ফিরোজ আহমেদ ১৯৯৭ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে (বিএটিবি) যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। —বিজ্ঞপ্তি
No comments