ঢাকায় গ্রেফতার উগ্রপন্থীকে ফিরিয়ে নিয়েছে ত্রিপুরা
বাহিনী অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) প্রধান রণজিৎ দেববর্মকে মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে দেয়া হয়েছে। ত্রিপুরা পুলিশ দেববর্মকে বুধবার আগরতলার একটি আদালতে হাজির করে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২২ ডিসেম্বর রণজিৎকে ঢাকায় গ্রেফতার করা হয়। গত ২০ বছর ধরেই ঢাকায় পলাতক ছিলেন তিনি। বিশেষ খবরের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।
মঙ্গলবার রাতে রণজিৎকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। বিএসএফ সদস্যরা সীমান্তে রণজিৎকে কাস্টডিতে রাখার পর মেঘালয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ বুধবার তাকে আদালতে হাজির করে।
জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রনজিতের গ্রেফতার হওয়ার খবর জানতে পেরেছিল ত্রিপুরা পুলিশ।
গোয়েন্দা সূত্র আরও জানায়, ত্রিপুরার অপর বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) অন্যতম প্রধান নেতা বিশ্বমোহন দেববর্মও ঢাকায় গ্রেফতার রয়েছেন। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিএসএফ সম্প্রতি বিজিবিকে বাংলাদেশে পলাতক ভারতীয় উগ্রপন্থীদের একটি তালিকা হস্তান্তর করে, যাতে দেববর্মের নামও ছিল। এর ওপর ভিত্তি করেই তাকে গ্রেফতারের অভিযান চালায় র্যাব।
মঙ্গলবার রাতে রণজিৎকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। বিএসএফ সদস্যরা সীমান্তে রণজিৎকে কাস্টডিতে রাখার পর মেঘালয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ বুধবার তাকে আদালতে হাজির করে।
জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রনজিতের গ্রেফতার হওয়ার খবর জানতে পেরেছিল ত্রিপুরা পুলিশ।
গোয়েন্দা সূত্র আরও জানায়, ত্রিপুরার অপর বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) অন্যতম প্রধান নেতা বিশ্বমোহন দেববর্মও ঢাকায় গ্রেফতার রয়েছেন। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিএসএফ সম্প্রতি বিজিবিকে বাংলাদেশে পলাতক ভারতীয় উগ্রপন্থীদের একটি তালিকা হস্তান্তর করে, যাতে দেববর্মের নামও ছিল। এর ওপর ভিত্তি করেই তাকে গ্রেফতারের অভিযান চালায় র্যাব।
No comments