কুমিল্লা ও চাঁদপুরে রেইনকোট পেলেন ২২২ জন বিক্রয়কর্মী

কুমিল্লা ও চাঁদপুরে গতকাল বুধবার ২২২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট দেওয়া হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: গতকাল নগর, আদর্শ সদর, বুড়িচং ও চান্দিনা এলাকার ১৩৭ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।


এ সময় প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, বিক্রয় নির্বাহী আবদুল্লাহেল রাফী এবং কুমিল্লা অঞ্চলের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক গাজীউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা ১১টার দিকে চান্দিনা এলাকার ১৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে চান্দিনার সংবাদপত্র এজেন্ট মুজিবুল হক উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে কুমিল্লা সেনানিবাস (আদর্শ সদর ও বুড়িচং উপজেলা) এলাকার আজাদ নিউজ স্টোরের ৩৮ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এজেন্ট আবুল কালাম আজাদ। বেলা দেড়টার দিকে প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ে নগরের সংবাদ বিচিত্রা এজেন্সির ২২ জন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় এজেন্ট মন্টু চন্দ্র দাস উপস্থিত ছিলেন। বেলা দুইটার দিকে নগরের মনোহরপুর নিউজ স্টোরের এজেন্ট মিজানুর রহমান ভূঁইয়া ও মাসুম রহমান ভূঁইয়ার উপস্থিতিতে রেইনকোট বিতরণ করা হয় ৫৯ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে।
দাউদকান্দি (কুমিল্লা): গতকাল কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার ৬৫ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে দাউদকান্দি সদরের সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ আলী, দাউদকান্দির গৌরীপুরের সংবাদপত্র এজেন্ট মো. মজিবুর রহমান, চান্দিনা উপজেলা সদরের মো. মজিবুর হক, প্রথম আলোর দাউদকান্দি প্রতিনিধি মো. আবদুর রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন। রেইনকোট হাতে পেয়ে দাউদকান্দির সংবাদপত্র বিক্রয়কর্মী নজরুল ইসলাম বলেন, ‘আগে প্রথম আলোর শার্ট পেয়েছি। এবার পেলাম রেইনকোট। এতে অনেক সুবিধা হলো। বৃষ্টির মধ্যেও পত্রিকা বিক্রি করা যাবে।’
হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল বিকেলে ২০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রথম আলোর আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, বিক্রয় নির্বাহী আবদুল্লাহেল রাফী, প্রভাতি নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ পেপার হাউজের স্বত্বাধিকারী আজিজুল ইসলাম মজুমদার, প্রথম আলোর হাজীগঞ্জ প্রতিনিধি মোহামঞ্চদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.