নওয়াজের দলের এমপির পদ স্থগিত

দ্বৈত জাতীয়তা থাকার অভিযোগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আরো এক পার্লামেন্ট সদস্যের পদ স্থগিত করেছেন। পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) এ আইন প্রণেতার নাম জামিল আওয়ান। প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।


সম্প্রতি সুপ্রিমকোর্ট পৃথক রায়ে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক, ফারাহনাজ ইস্পাহানি ও আমনা বুত্তারের পার্লামেন্টের সদস্যপদ স্থগিত করেন। এবার পিএমএল (নওয়াজ) দলের জামিলের সদস্যপদও স্থগিত করা হলো। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ গতকাল আইনপ্রণেতাদের দ্বৈত জাতীয়তা সংক্রান্ত মামলার শুনানি করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হচ্ছেন, বিচারপতি জাওয়াদ এস খাজা এবং বিচারপতি খিলজি আরিফ হুসাইন। শুনানিকালে প্রধান বিচারপতি রেহমান মালিকের পার্লামেন্ট সদস্যপদ স্থগিতের বিষয়টির উল্লেখ করেন। তাঁর মতে, বিচার ব্যবস্থায় বৈষম্য থাকা চলে না। এ কারণেই এই আদেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আদালত ফারাহনাজ ইস্পাহানি এবং আমনা বুত্তারের পার্লামেন্টের সদস্যপদ স্থগিতের আদেশের কথাও উল্লেখ করেন। আদালত জানান, জামিল আদালতের কাছে স্বীকার করেছেন, তাঁর নেদারল্যান্ডসের জাতীয়তা রয়েছে। এর আগে জামিল আদালতে দ্বৈত জাতীয়তা থাকার স্বপক্ষে লিখিত বক্তব্য দেন। তাতে তিনি দাবি করেন, জাতীয়তা ও নাগরিকত্বের মধ্যে পার্থক্য রয়েছে। বিবৃতিতে জামিল বলেন, 'আমার নেদারল্যান্ডসের জাতীয়তা রয়েছে, কিন্তু নাগরিকত্ব নেই।' সূত্র : ডন।

No comments

Powered by Blogger.