পর্নো জীবন ছেড়ে দেবেন সানি লিওন
পেলে পর্নো জীবন ছেড়ে দেবেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয়ান পর্নো তারকা সানি লিওন। ‘জিসম-২’ ছবির প্রমোর সফলতায় দারুণ উচ্ছ্বসিত পর্নো এই তারকা।এ মাসেই তার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। বছরখানেক আগে ভারতে রিয়ালিটি শো বিগ বসে অংশ নিতে এসে বলিউডের ছবিতে প্রতিষ্ঠা পেতে মরিয়া হয়ে ওঠেন লিওন।
সে সময় মহেশ ভাট তাকে ‘জিসম-২ ছবিতে কাস্ট করেন। গত ৩০ জুলাই ‘জিসম-২’র প্রথম অনলাইন প্রোমো রিলিজ দেয়া হয় আর সোমবার বিকালে দ্বিতীয় অনলাইন প্রোমো রিলিজের পর অবিশ্বাস্য রকমের সাড়া পড়ে যায়।
ইন্টারনেটে ৩৬ ঘণ্টায় মিলিয়ন হিট পড়েছে।
এতেই বোঝা যায়, মহেশ ভাট সানিকে নিয়ে যে হিসেব কষেছিলেন তা সফল। ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট তনয়া অভিনেত্রী পূজা ভাট।
সানির অভিষেক ছবির সেন্সরবিহীন প্রোমো দেখতে অনলাইনে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন। ইতোমধ্যে লিওন ছবিটির প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছেন।
মোটকথা বলিউড পাড়ায় আলোচনার শীর্ষে এখন জিসম-২। যার প্রমাণ হলে মুক্তির আগেই ইন্টারনেটে প্রমোর সফলতা।
এ প্রসঙ্গে লিওন টুইটারে ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমাকে ছবিতে দেখে দর্শকরা পছন্দ করেছেন। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না।’ জিসম-২ ছবিটি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত জিসম ছবির সিক্যুয়াল।
এ বছরে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জিসম-২ ছবির টেলিভিশন প্রোমো প্রযোজনা সংস্থা গতকাল রিলিজ করছে। তবে টেলিভিশনে ছবিটির সেন্সর ভার্সান রিলিজ হবে। এতে বেশকিছু দৃশ্য বাদ পড়বে।
এদিকে সানি লিওনকে নিয়ে ভারতের পত্রপত্রিকা মুখরিত হয়ে উঠেছে। ভারতের চ্যানেলগুলোতেও প্রতিনিয়ত তাকে দেখা যাচ্ছে। ইতোমধ্যেই তিনি বেশ কিছু নামকরা ব্রান্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছেন।
No comments