দাঁতের চিকিৎসা থেকে রোগ সংক্রমণ

ডেন্টাল চিকিৎসায় আমাদের দেশ বেশ মানসম্পন্ন। ডেন্টাল শব্দের অর্থ শুধু দাঁত নয়, দাঁত সম্পর্কীয়। অর্থাৎ শিশুদের ২০টি দুধ দাঁত ও বড়দের ৩২টি স্থায়ী দাঁতসহ মাড়ি, মুখের মধ্যের নরম কোষ, চোয়ালের হাড়, হাড়ের সন্ধি, জিহ্বা, তালু, লালা গ্রন্থি, মুখের স্নায়ু (ট্রাইজেমিনাল, ফেসিয়াল নার্ভ) প্রভৃতি অন্তর্ভুক্ত।


আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে যে রক্তবাহিত সংক্রমিত রোগ যেমন, হেপাটাইটিস, যক্ষ্মা, কিছু চর্ম রোগ, এমনকি মরণব্যাধি এইডসের মতো রোগও ডেন্টাল চিকিৎসা থেকে ছড়াতে পারে।
আমাদের দেশে মাত্র ছয় হাজারের মতো অনুমোদিত ডেন্টাল সার্জন এই বিশাল জনগোষ্ঠীর মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা প্রদান করছে। চিকিৎসা পদ্ধতির মধ্যে ‘স্কেলিং’ একটি অতি সাধারণ চিকিৎসা। বেশির ভাগ রোগী দাঁতের অবাঞ্ছিত দাগ বা মাড়ি দিয়ে রক্ত পড়ার চিকিৎসায় স্কেলিং করিয়ে থাকে। যথাযথ জীবাণুমুক্তকরণ পদ্ধতি না থাকলে এই অতি সাধারণ চিকিৎসা থেকেও বিভিন্ন জটিল রোগ সংক্রমিত হতে পারে।
আনন্দের বিষয় হচ্ছে, আমাদের দেশেই এখন সর্বোচ্চ জীবাণু ধ্বংসকারী যন্ত্র অটোক্লেভ সহজলভ্য, সঙ্গে রাসায়নিক পদ্ধতিও রয়েছে।
দাঁতের চিকিৎসায় ব্যবহূত যন্ত্রপাতি যথাযথ জীবাণুমুক্ত কি না, জেনে নেওয়ার অধিকার প্রতিটি রোগীর রয়েছে।
ডা. মো. আসাফুজ্জোহা

No comments

Powered by Blogger.