যে কথা যায় না বলা-সাহসী আরিফা
গত ২০ জুন নারীমঞ্চ পাতায় ‘সাহসী আরিফার সাহস ফুরায় না’ শিরোনামের ফলোআপ পড়েছি। মাদকের বিরুদ্ধে আন্দোলন করার জন্য স্থানীয় মাদক ব্যবসায়ীদের ক্ষোভ ও হুমকির মুখে নিজের গ্রাম ছাড়তে হয়েছে তাকে। একরত্তি এ মেয়েটাকে দেখে ভীষণঈর্ষা হয় আমার। দেশের আনাচকানাচে চলছে এ রকম অন্যায় অনাচার।
শুধু সাহসের অভাবেই একশ্রেণীর মানুষ অন্যায়, অপরাধের বিরুদ্ধে মুখ খোলে না। এই ছোট্ট মেয়েটাকে দেখে আমাদের সবার লজ্জা হওয়া উচিত। আরিফার এই সাহস হয়তো সবাইকে একটু হলেও সাহস জোগাবে। বুঝতে শেখাবে যে অন্যায় ঘটতে দেখে কখনোই মুখ বুজে থাকতে নেই।
শায়লা ইয়াসমিন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শায়লা ইয়াসমিন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
No comments