পরাজয়ে ঘুরপাক খাচ্ছে ডেকান চার্জার্স
ডেকান চার্জার্স লড়াইটা মন্দ করেনি, শেষ বল পর্যন্ত খেলেছে। চেন্নাই সুপার কিংসের ১৬১ রানের টার্গেটে পৌঁছাতে না পারলেও কাছাকাছি গিয়েছে। দর্শকদের অন্তত একপেশে খেলা দেখতে হয়নি।
চেন্নাই সুপার কিংস: ১৬০/৬ (২০ ওভার)
ডেকান চার্জার্স: ১৫০/৫ (২০ ওভার)
ফল: চেন্নাই সুপার কিংস ১০ রানে জয়ী
নিজেদের মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১৬০ রান করে চেন্নাই সুপার কিংস। ডু প্লেসিস ৪২, সুরেশ রায়না ৩২ ও মহেন্দ্র সিং ধোনী ৩৪ রান করেন। ডেকানের বোলার প্রতাপ সিং দুটি উইকেট নেন।
পরে ব্যাট করতে নেমে ধাওয়ান ২৯ বলে ৩৬, হোয়াইট ৫৩ বলে ৭৭ এবং ক্রিস্টিয়ান ২৪ বলে ২৭ রান করলে ২০ ওভারে ১৫০ রানের বেশি করতে পারেনি। আসলে চেন্নাই ফিল্ডিংয়ে একটু বেশি ভালো করে ফেলেছে। ফলে উইকেট থাকা সত্বেও রান তাড়া করে টার্গেটে যেতে পারেনি ডেকান।
চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে। আর একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। সব মিলে তাদের পয়েন্ট ১১। তালিকার তলানীতে থাকা ডেকান এপর্যন্ত দুই ম্যাচ জিতেছে। তাদের পয়েন্ট তিন।
ডেকান চার্জার্স: ১৫০/৫ (২০ ওভার)
ফল: চেন্নাই সুপার কিংস ১০ রানে জয়ী
নিজেদের মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১৬০ রান করে চেন্নাই সুপার কিংস। ডু প্লেসিস ৪২, সুরেশ রায়না ৩২ ও মহেন্দ্র সিং ধোনী ৩৪ রান করেন। ডেকানের বোলার প্রতাপ সিং দুটি উইকেট নেন।
পরে ব্যাট করতে নেমে ধাওয়ান ২৯ বলে ৩৬, হোয়াইট ৫৩ বলে ৭৭ এবং ক্রিস্টিয়ান ২৪ বলে ২৭ রান করলে ২০ ওভারে ১৫০ রানের বেশি করতে পারেনি। আসলে চেন্নাই ফিল্ডিংয়ে একটু বেশি ভালো করে ফেলেছে। ফলে উইকেট থাকা সত্বেও রান তাড়া করে টার্গেটে যেতে পারেনি ডেকান।
চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে। আর একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। সব মিলে তাদের পয়েন্ট ১১। তালিকার তলানীতে থাকা ডেকান এপর্যন্ত দুই ম্যাচ জিতেছে। তাদের পয়েন্ট তিন।
No comments