১০০তম সংখ্যা পর্যন্ত

রস+আলোতে...
১. সাক্ষাত্কার ছাপানো হয়েছে = ৬৬টি।
(ওরে... কত কথা বলে রে...)
২. টেলিভিশন/সিনেমা রস = ৬৬টি।


(এ জন্যই বাঙালিরা এখন আর কষ্ট করে সিনেমা হলে গিয়ে ছবি
দেখে না।)
৩. রস চিঠি = ৪০টি।
(তারপরও যদি কেউ চিঠি লিখতে না পারে, তাহলে সেটা হবে এ জাতির জন্য লজ্জাজনক পারফরমেন্স।)
৪. পাঠকসংখ্যা হয়েছে = ৬টি।
(তালি...)
৫. এত রসের মধ্যে নীরস কলাম = ১৩টি।
(নামে নীরস হলেও কাজে ছিল সরস।)
৬. বিজ্ঞাপন দেওয়া হয়েছে = ৮৩১ পৃষ্ঠা।
(মন্তব্য নিষ্প্রয়োজন।)
৭. মোট আর্টিকেল ছাপা হয়েছে = ২৫৮২টি।
(এত লেখাপড়ার টাইম আছে! ধুর্...সবগুলো আকাইম্মা।)
৮. প্রথম পৃষ্ঠায় স্ট্রিপ ছড়া/লাইন ছাপানো হয়েছে = ৯০টিতে।
(কোনো জায়গাই বাদ রাখে নাই, পুরা জ্যাম লাগাইয়া দিছে।)
৯. ডাকযোগে পাওয়া প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে = ৩২৭টির।
(দুইটা নীল খাম আর একটা লাল খামে চিঠি আসছিল, বাকিটা আর নাই বলি...)
১০. সবজান্তায় মোট উত্তর দেওয়া হয়েছে = ৬৩৩টি প্রশ্নের।
(এত জাইনাও লাভ নাই, ওইগুলি কোনো ভাইভা বোর্ডে কাজে আসবে না।)
১১. মোট পৃষ্ঠাসংখ্যা = ২৪০০।
(দেশে কাগজের অভাব তো এরাই তৈরি করব, ফাও কামে এতগুলো কাগজ নষ্ট করল।)
১২. রস+আলো আকারে ছোট হয়ে যায় ৪৩তম সংখ্যা থেকে।
(যাক, কিছু কাগজ তো বাঁচল।)

রস+আলোতে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য বাণী
 রস+আলোকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন।
 ইহা গুরুতর পাঠকের জন্য, হালকা পাঠকের (৬০ কেজির নিচে) জন্য নহে।
 দুঃসময়ে কেবল ভালো বন্ধুরাই আপনার পাশে দাঁড়ায়, বিশ্বাস না হলে বিয়ের ছবির অ্যালবাম খুলুন, দেখুন সব ভালো বন্ধু আপনার পাশে দাঁড়িয়ে।
 চিঠি লেখার প্রতিভা সবচেয়ে বেশি বিকশিত হয় প্রেমে পড়লে।
 একই সঙ্গে প্রেমিক আর জ্ঞানী হওয়া সম্ভব নয়।
 পৃথিবীতে খুব ক্ষুদ্র জিনিসও কখনো আপনার ব্যথার কারণ হয়ে উঠতে পারে। কি, বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে...তাহলে... হাতে সময় নিয়ে কোনো একদিন একটি আলপিনের ওপর বসার চেষ্টা করে দেখতে পারেন।
 কেউ ভুল করেছে এটা বুঝতে পেরেও আপনি কখন তাকে অভিনন্দন জানান? উত্তর: কারও বিয়ের খবর শোনার পর।
 অলিম্পিকে কেউ আর চীনের নাগাল পায় না, সকাল থেকে সন্ধ্যা, মেড ইন চায় না।
 টারজান যখন একটি মৃত চিতাবাঘ পড়ে থাকতে দেখে, তখন কী ভাবে? —যাক কয়েকটা নতুন আন্ডারওয়্যার পাওয়া গেল।
 ‘রসাল’ মানে আমগাছ। ‘রস+আলো’ মানে? ...সোমবারের সরস ক্রোড়পত্রের নাম।
 বেশি করে গাছ লাগান, রস+আলোর নিউজপ্রিন্টের জোগান অব্যাহত রাখুন।
 রস+আলোর বিকল্প পাওয়া গেছে। প্রতিবছর অর্থ বাজেট পড়ুন। এতে রস ও আলো দুই-ই আছে।
 আপনার সন্তানকে রস+আলো দিন। ভুলে ভরা পাঠ্যপুস্তক পড়ে ভুল শেখার চেয়ে রস+আলো পড়ে কিছু না শেখাই ভালো।
 মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়...আসুন, নিজেকে বদলে প্রমাণ করি, এখনো বেঁচে আছি।
 বাংলা মায়ের ভাষা, কারণ বাবারা খুব কমই কথা বলার সুযোগ পায়।
 এই মর্মে ঘোষণা করা যাইতেছে যে ‘রস+আলো’র লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী কেউই ‘রং হেডেড’ নন।
 গরু কিনলে খাসি ফ্রি, রস+আলো কিনলে হাসি ফ্রি।
 নতুন বছর, যদি ভালো কিছু বয়ে আন পাবে ফুল, নইলে পথে দেব কাঁটা।

No comments

Powered by Blogger.