বৈশাখের আয়োজনে অ্যাডাম-ইভ by শারমিন নাহার
চারদিকে স্নিগ্ধতা আর নীরবতা। নগরের রাশিয়ান কালচারাল সেন্টারে চারদিকে বেলুন আর ফিতা দিয়ে সাজানো। বড় বড় আয়নায় সোনালি ফুল লাগানো। জমকালো প্রদর্শনী হয়ে উঠেছে আরও বর্ণিল। বৈশাখ সামনে রেখে পোশাক প্রদর্শনীর আয়োজন করে অনলাইন ফ্যাশন হাউস অ্যাডাম-ইভ।
টেবিলে আর চারপাশে ঝোলানো আছে বর্ণিল পোশাক। সুতি, জর্জেট, কাতান কাপড় দিয়েই পোশাকগুলো তৈরি করা। আর বাড়তি পাওয়া হিসেবে আছে এমব্রয়ডারি, সুতার কাজ, ব্লকপ্রিন্ট, কারচুপি, হাতায় আর গলায় পাইপিংয়ের নকশা। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, ফ্রক, কাফতান আর ছেলেদের জন্য বর্ণিল পাঞ্জাবি। প্রদর্শনীর উদ্বোধন করেন সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা। প্রদর্শনী চলে ৩০ ও ৩১ মার্চ। তবে চাইলে এখন অ্যাডাম-ইভের ফেসবুক পেজ থেকে পছন্দের পোশাকের ফরমায়েশ দিতে পারেন। ফেসবুকের ঠিকানা: www.facebook.com/adameve.collection
No comments