বৈশাখের রঙ
সাদা ক্যানভাসে তুলির ছোঁয়া দিয়ে শুরু হলো অনুষ্ঠানটির। চিত্রশিল্পী সুকুমার পালের সরাচিত্রই যেন উঠে এসেছে ফ্যাশন হাউস রঙের এবারের বৈশাখের পোশাকে। শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী রঙের পক্ষ থেকে সুকুমার পালকে উত্তরীয় পরিয়ে দেন। এ সময় রঙের দুই পরিচালক বিপ্লব সাহা ও সৌমিক দাস উপস্থিত ছিলেন।
৩১ মার্চ ঢাকার সীমান্ত স্কয়ারে (রাইফেলস স্কয়ারের) ‘বৈশাখের রঙ’ শীর্ষক প্রদশর্নীর পুরো পরিবেশেই ছিল বৈশাখী আমেজ। একদিকে ঢাকঢোলের বাজনা, অন্যদিকে মুড়ি-মুড়কির আয়োজন। আগত অতিথিদের দেখে মনে হচ্ছিল বৈশাখের আগে আরেক বৈশাখ।
রঙের অন্যতম পরিচালক বিপ্লব সাহা বলেন, ‘সব সময় উৎসবমুখী পোশাক তৈরি করি আমরা। আর রঙের বৈশিষ্ট্য হলো উজ্জ্বল রং। এবারের পোশাক সরাচিত্রের মোটিফে তৈরি করা হয়েছে। বৈশাখের আবহাওয়ার কথা বিবেচনা করে আরামদায়ক পোশাক এনেছি।’
তাদের আয়োজনে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, শিশুদের পোশাক রয়েছে। এ ছাড়া তৈরি ব্লাউজ, সেলাই ছাড়া সালোয়ার-কামিজের কাপড়, ব্লাউজের কাপড় ও রকমারি গয়না পাবেন। রঙের সব বিক্রয়কেন্দ্রে বৈশাখের এসব পোশাক পাওয়া যাবে।
রঙের অন্যতম পরিচালক বিপ্লব সাহা বলেন, ‘সব সময় উৎসবমুখী পোশাক তৈরি করি আমরা। আর রঙের বৈশিষ্ট্য হলো উজ্জ্বল রং। এবারের পোশাক সরাচিত্রের মোটিফে তৈরি করা হয়েছে। বৈশাখের আবহাওয়ার কথা বিবেচনা করে আরামদায়ক পোশাক এনেছি।’
তাদের আয়োজনে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, শিশুদের পোশাক রয়েছে। এ ছাড়া তৈরি ব্লাউজ, সেলাই ছাড়া সালোয়ার-কামিজের কাপড়, ব্লাউজের কাপড় ও রকমারি গয়না পাবেন। রঙের সব বিক্রয়কেন্দ্রে বৈশাখের এসব পোশাক পাওয়া যাবে।
No comments