সারাদেশে হত্যা-গুম-রাহাজানি বেড়ে গেছেঃ মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার, জালেম সরকার। এ সরকারের আমলে সারাদেশে হত্যা, গুম, রাহাজানি বেড়েই চলেছে।’
তিনি বলেন, ‘এছাড়া গ্যাস, বিদ্যুৎ পানি সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। বর্তমান সরকার একদলীয় শাসনে যে নির্বাচনের চিন্তা করছেন, তা কখনই হতে দেওয়া হবেনা। মানুষ এখন সচেতন। মানুষ অপেক্ষা করছেন সামনের নির্বাচনের জন্য।’
মওদুদ আহমদ বলেন, ‘হাসিনা সরকার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সিলেটের তুখোড় নেতা এম ইলিয়াস আলীকে আওয়ামী লীগ সরকার তাদের নিজস্ব এজেন্সি দিয়ে গুম করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘এ সরকারের ক্ষমতায় থাকার অধিকার আর নেই। ইলিয়াস আলীকে ফেরত না দিলে এ সরকারের পতনের ডাক দেওয়া হবে। এক দফা আন্দোলনে সারাদেশের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাবে। কারণ, এ ব্যর্থ সরকারকে দেশের মানুষ আর দেখতে চায়না।’
মওদুদ আহমদ বলেন, ‘হাসিনা সরকার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সিলেটের তুখোড় নেতা এম ইলিয়াস আলীকে আওয়ামী লীগ সরকার তাদের নিজস্ব এজেন্সি দিয়ে গুম করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘এ সরকারের ক্ষমতায় থাকার অধিকার আর নেই। ইলিয়াস আলীকে ফেরত না দিলে এ সরকারের পতনের ডাক দেওয়া হবে। এক দফা আন্দোলনে সারাদেশের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাবে। কারণ, এ ব্যর্থ সরকারকে দেশের মানুষ আর দেখতে চায়না।’
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দ্বিবার্ষিক সম্মেলনে তারাব পৌরসভার কামালনগর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, ‘শনিবারের ভেতরে ইলিয়াসকে ফিরিয়ে দেওয়া হলে, হরতাল প্রত্যাহার করা হবে। নয় তো সরকার পতনের কর্মসূচি চলবে।’
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘সরকার সারাদেশে বিএনপির গণজোয়ারে আতঙ্কিত হয়ে দেশের জনপ্রিয় ব্যক্তিদের গুম করে ফেলছে। সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত ফেরত দেওয়া না হলে, ঢাকা-সিলেট মহাসড়ক অচল করে দেওয়া হবে।’
কণ্ঠশিল্পী ও জাসাস নেতা মনির খান বলেন, ‘খাদ্য, রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমস্যা করতে পারেনি বর্তমান সরকার।’ তাই, এ সরকারকে দরকার নেই বলে তিনি মনে করেন।
এদিকে, দুপুর ২টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, ঢাক-ডোল বাজিয়ে সম্মেলনে যোগ দিতে আসেন।
এসময় তারাব পৌরসভার কামালনগর মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। জনসভা জনসমুদ্রে পরিণত হয়। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উপজেলা জাসাসের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও অভিনেতা বাবুল আহমেদ, থানা বিএনপির সহসভাপতি সামসুজ্জামান ভূঁইয়া প্রমুখ।
No comments