ছড়ার গাড়ি শহর ছেড়ে
যাবে অনেক দূরে
নদীর দেশে পাখির দেশে
যাবে সমুদ্দুরে
মাঠ পেরিয়ে বন পেরিয়ে
যাবে দিগন্তরে
চাঁদের দেশে ঘুরবে হেসে
ধু-ধু তেপান্তরে
মনের সুখে ওড়াবে সে
স্বপ্ন রাঙা ঘুড়ি
মেঘের কোলে খাবে বসে
জোছনাভেজা মুড়ি
তেষ্টা পেলে বৃষ্টি এসে
ভরবে পানি গ্লাসে
ফুল পরিরা নৃত্য করে
বসবে এসে পাশে।
No comments